কলকাতা: ১০০ ডায়াল (100 Dial) ব্যবস্থাকে আরও উন্নত মানে নিয়ে যেতে চায় কলকাতা পুলিশ (Kolkata Police)। এই পরিষেবা মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য নতুন প্রকল্প চালু করছে পুলিশ। এর জন্য কলকাতা শহরে ১০০ টি বাইক নামানো হচ্ছে। প্রতি বাইকে একটি করে উন্নত মানের ট্যাব বসানো থাকবে। তাতে জিপিএস, ভেহিকেল ট্র্যাকার সিস্টেম-সহ একাধিক ব্যবস্থা থাকবে। নাগরিকরা ১০০ ডায়াল করলেই ওই বাইকে চেপে পুলিশ কলকাতার গলি ঘুঁজি থেকে শুরু করে যে কোনও জায়গায় অতি দ্রুত পৌঁছে যাবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। শুক্রবার ওই ব্যবস্থার সূচনা করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
আরও পড়ুন: Kalighat Renovate | Reliance | এবার কালীঘাট মন্দির সংস্কারের দায়িত্ব রিলায়েন্স গ্রুপের
কলকাতা শহরে ১০০ ডায়াল পরিষেবা অনেক দিন ধরেই চালু আছে। তার জন্য ৫৬ টি পিসিআর ভ্যান রয়েছে। সেই ভ্যানগুলিতেও জিপিএস ছাড়া ভেহিকেল ট্র্যাকার সিস্টেম রয়েছে। এবার সেই ব্যবস্থাকেই প্রযুক্তিগত দিক থেকে আরও উন্নত মানে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই নতুন প্রকল্প চালু করা হল। এমনটাই জানান পালিশ কমিশনার।