কলকাতা টিভি ওয়েব ডেস্ক: প্রায় দু সপ্তাহ লড়াই চালানোর পরে মৃত্যু হল সরকারি চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্যের। রাজ্য সরকারের বদল নীতি নিয়ে প্রশ্ন তুলে ফেসবুক পোস্টের আধঘন্টা পরই আত্মঘাতী। বেহালার বাড়িতে গায়ে আগুন দেন অবন্তিকা। সরকারি চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্যের আত্মঘাতী হওয়া ঘিরে তোলপাড় চিকিৎসক মহলে।
১৬ আগস্ট বিকেল সাড়ে ৩টেয় নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্য। সেখানে তিনি লেখেন- ‘কি করলে শান্তি পাবো? চাকরি থেকে ইস্তফা দিলে? ৮ বছর ধরে প্রান্তিক এলাকায় কাজ করার পর, আবার একটা প্রান্তিক জায়গায় ঠেলে দেওয়া হল, তাও আবার একই কাজে। আর নিতে পারছি না।’ অভিযোগ, এই পোস্টের আধঘন্টা পর গায়ে আগুন দেন অবন্তিকা। ষাট শতাংশ পোড়ার ক্ষত নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সোমবার হাসপাতালের বেডে লড়াই শেষ হয় অবন্তিকার।
আরও পড়ুন- কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতি নিয়োগে চুপ কেন্দ্র
চিকিৎসক মহলের খবর, কমিউনিটি মেডিসিনের অ্যাসিস্ট্যান্ট অধ্যাপক অবন্তিকা ভট্টাচার্য ইস্তফা দিতে চেয়েছিলেন। দীর্ঘ ৮ বছর মেদিনীপুর মেডিক্যাল কলেজে কমিউনিটি মেডিসিন বিভাগে সহকারী চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন অবন্তিকা। সেখান থেকে তাঁকে বদলি করা হয় ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্বামী মুর্শিদাবাদের নামী স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আট বছরের মেয়ে অটিজমে আক্রান্ত।
সরকারি চিকিৎসকের ফেসবুক পোস্টে কাঠগড়ায় স্বাস্থ্য দফতরের বদলি নীতি। দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য দফতরের বদলি নাতি নিয়ে চিকিৎসকদের মধ্যে অসন্তোষ রয়েছে। এই ঘটনায় চিকিৎসকরা গত ১০ বছর ধরে রাজ্যের চিকিৎসকদের বদলি নীতি নিয়ে সরব হয়েছেন। তাঁরা তুলে ধরেছেন বাম আমলের বদলি নীতির কথা। পাঁচ বছর জেলায় পরিষেবা দেওয়ার পরে তাঁদের বাড়ির কাছে সুবিধামতো পোস্টিং দেওয়া হত। কিন্তু এখন কোনও বদল নীতি মানা হচ্ছে না বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে চিকিৎসক সংগঠনগুলি।
আরও পড়ুন- গভীর রাতে আগুন তমলুক জেলা হাসপাতালে, আতঙ্কে রোগীরা
এদিকে চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্যের মৃত্যুর পর তাঁর ঘনিষ্ঠরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ব্যক্ত করেছেন। রাজ্যের স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে স্বজনপোশনের অভিযোগ তুলেছেন তাঁরা।
সম্প্রতি বদলির প্রতিবাদে পাঁচ এসএসকে শিক্ষিকা বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখানোর সময় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এবার বদলি নীতিতে ক্ষোভ জানিয়ে আত্মঘাতী হলেন চিকিৎসক। অবন্তিকার আত্মঘাতীতে তৃণমূল সাংসদ ও আইএমএ-র চেয়ারম্যান চিকিৎসক শান্তনু সেন গভীর শোকপ্রকাশ করেছেন।