কলকাতা: রাজ্যজুড়ে শীতের (Winter) দাপট শুরু। সকাল ও সন্ধ্যায় উত্তর থেকে দক্ষিণ কলকাতা সহ জেলায় সর্বত্র ঠান্ডার আমেজ (Winter Forecast)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও নামবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে শীতের অনুভূতি বেশ চড়া হতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। বেশকিছু জেলায় পারদ নেমেছে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার আমেজ আরও তীব্র হতে পারে। পুরুলিয়া, দুই ২৪ পরগনায়, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে শীতের আমেজ বজায় থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।
আরও পড়ুন: ওড়িশায় ঝরনায় তলিয়ে গেলেন আশুতোষের মেধাবী ছাত্র
উত্তরবঙ্গের ক্ষেত্রে শীতের আমেজ বজায় থাকবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। পাশাপাশি উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।