অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম (Steaming Platfrom) ইউটিউব (Youtube)। টেক জায়ান্ট গুগলের এই প্ল্যাটফর্মটি বিনোদনের (Entertainment) অন্যতম মাধ্যম। অনেক মানুষের আয়ের উৎস। তবে এবার কনটেন্ট ক্রিয়েটর (Content Creator) এবং ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিলো ইউটিউব। বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ফিচার। এরইমধ্যে ইউটিউব নিশ্চিত করেছে যে ইউটিউব স্টোরিজ চিরতরে বন্ধ করে দেওয়া হবে।
এই ফিচারটি ক্রিয়েটরদের পোস্ট আপডেট করার অনুমতি দেয়, যা ৭ দিনের জন্য লাইভ থাকে। তবে আনুষ্ঠানিকভাবে এই ফিচারটি ২৬ জুন ২০২৩ থেকে বন্ধ হয়ে যাবে। এরপর থেকে আর কোনো ইউটিউব ব্যবহারকারী এই ফিচার পাবেন না।
আরও পড়ুন: Panchayat Election 2023 | শাসকদলের মনোনয়নে বেনিয়মের অভিযোগ তুলে সরব বাম, বিজেপি
ফিচারটি প্রথম ২০১৮ সালে চালু করা হয়েছিল। প্রাথমিক ভাবে ১০ হাজার গ্রাহকের অ্যাকাউন্টের জন্য স্টোরি চালু করা হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, রিল আকারে এই ফিচারটি চালু করা হয়েছিল। তবে ফিচারটি ব্যবহারকারীদের মধ্যে আশানুরূপ জনপ্রিয় হতে পারেনি। সংস্থা যতটা চেয়েছিল ততটা জনপ্রিয়তা না পাওয়ায় ফিচারটি চিরতরে বন্ধ করতে চলেছে ইউটিউব।
বর্তমানে সংস্থাটি ইউটিউব শর্টস লাইভ ভিডিও এবং কমিউনিটি পোস্টের উপর বিশেষ দৃষ্টি নিবদ্ধ করতে চায়। এই কারণে পুরোনো ফিচারটি বন্ধ করে দিচ্ছে।