নিউ ইয়র্ক: গুরুত্বপূর্ণ ফিচার এসেছে মেটা পরিচালিত ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে (Meta Owned Instant Messaging Platform WhatsApp)। তবে সময় মোটে পাঁচ সেকেন্ড (5-second window)। যা করতে হবে ওই পাঁচ সেকেন্ডের মধ্যেই। কী এই ফিচার (Feature)? যদি কোনও কারণে আপনি অসাবধানবশত ‘ডিলিট ফর মি (Delete for Me)’ অপশনে ট্যাপ অথবা ক্লিক (Tap or click Option) করে দিয়ে থাকেন, তাহলে হোয়াটসঅ্যাপ আপনাকে ৫ সেকেন্ড সময় দেবে ভুল শুধরে নিয়ে আনডু (Undo) করার জন্য। এই ফিচারের নাম রাখা হয়েছে অ্যাক্সিডেন্টাল ডিলিট (Accidental Delete)। গ্রুপ চ্যাট হোক কিংবা ব্যক্তিগত চ্যাট, উভয় ক্ষেত্রেই আপনি এই ফিচারের সুবিধা নিতে পারবেন।
অনেক ক্ষেত্রে কী হয়, ইউজাররা (Users) অন্য কাউকে পাঠানো কোনও মেসেজ ডিলিট করতে গিয়ে অসাবধান হয়ে কিংবা ভুলবশত ডিলিট ফর এভরিওয়ান (Delete for Everyone)-এ ট্যাপ না করে, ডিলিট ফর মি (Delete for Me)-তে করে দেন। একবার মেসেজ নিজের জন্য ডিলিট হয়ে গেলে, তা আর অন্যের জন্য ডিলিট করতে পারা যায় না। কারণ, যদি কিছু না দেখতেই পান, তাহলে ইউজার আর কীই বা ডিলিট করবেন। ফলে যে উদ্দেশ্য নিয়ে আপনি মেসেজ ডিলিট করতে বসেছিলেন, সেটাই তো পূরণ হল না। ফলে ভুলবশত ডিলিট ফর মি’তে ট্যাপ করে দিয়ে থাকলে ইউজারদের ভুল শোধরানোর জন্য সামান্য সময় দিচ্ছে হোয়াটসঅ্যাপ।
আরও পড়ুন: Job Scam: স্টেশনে বসে ৮ ঘণ্টা ট্রেন গোনার ‘প্রশিক্ষণ’, রেলে চাকরি-প্রতারণার খেসারত ২ কোটি ৬৭ লক্ষ
WhatsApp is announcing the ability to undo “delete for me” on WhatsApp for iOS and Android!
It is finally possible to retrieve your deleted messages by mistake for a few seconds thanks to the undo action!https://t.co/s9ki4cSdjv
— WABetaInfo (@WABetaInfo) December 20, 2022
অ্যান্ড্রয়েড এবং আইফোন (Android and iPhone) উভয় ধরনের মোবাইল প্ল্যাটফর্মের জন্য এই ফিচার উপলব্ধ করছে মেটা পরিচালিত এই জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। গত অগাস্টে অ্যান্ড্রয়েড এবং আইওএস (Android and iOS) উভয় প্ল্যাটফর্মেই এই ফিচার নির্দিষ্ট সংখ্যক বিটা ইউজারদের জন্য উপলব্ধ করা হয়েছিল। এবার তা সর্বসাধারণের জন্য ফিচার আপডেটের মাধ্যমে উপলব্ধ করা হল।
উল্লেখ্য, ২০১৭ সালে হোয়াটসঅ্যাপ প্রথমবার ডিলিট ফর এভরিওয়ান (Delete for Everyone) অপশন চালু করে, কনভারসেশনের (Conversations) সময় কোনও মেসেজ ডিলিট করতে পারার জন্য। কারণ অনেক সময়তেই আমরা অসাবধানবশত কোনও মেসেজ পাঠিয়ে ফেলি, তা শুধরানোর জন্য। প্রাথমিক অবস্থায় এই অপশন সাত মিনিটের জন্য উপলব্ধ ছিল। এরপর, গত অগাস্ট থেকে ডিলিট ফর এভরিওয়ান অপশনের সময়সীমা ৬০ ঘণ্টা করেছে হোয়াটসঅ্যাপ।