বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp)। সারা বিশ্ব জুড়ে রয়েছে প্রায় কয়েক কোটি ব্যবহারকারী (User)। প্রতিনিয়তই মেটার (Meta) মালিকানাধীন প্ল্যাটফর্ম নিজেকে আপডেট করে চলেছে। যার নতুন সংযোজন এবার হোয়াটসঅ্যাপ ব্যববহারকারীরা হোয়াটসঅ্যাপে খুলতে পারবেন নিজেদের চ্যানেল। অনেকদিন আগেই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ টেলিগ্রাম (Telegram) নিয়ে আসে এই সুবিধা। এবার হোয়াটসঅ্যাপেও যুক্ত হল চ্যানেল (Channel) তৈরি করার ফিচার।
কী কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা এবং কীভাবে ব্যবহার করবেন, তা জানিয়েছেন খোদ মেটার মালিক মার্ক জুকারবার্গ। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে সাধারণ মানুষের সঙ্গে এর পরিচয় করিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, চ্যানেল ফিচারের জন্য হোয়াটসঅ্যাপ তার অ্যাপের অন্দরেই একটি নতুন মেনু অপশন তৈরি করেছে, যার নাম ‘আপডেটস’।
আরও পড়ুন: Siddharth Anand | ‘সিনেমা সবসময় দেশ, সংস্কৃতি এবং জাতিগত দ্রুত কমিইয়েছে’ বললেন পাঠান পরিচালক
এই আপডেট হল হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এবং চ্যানেল দুইয়েরই ঘর। আর সেই কারণেই হোয়াটসঅ্যাপ চ্যানেল আপডেট অনেকটাই আলাদা হতে চলেছে হোয়াটসঅ্যাপ চ্যাটের থেকে। চ্যানেল অ্যাডমিনদের হাতে থাকবে বিশেষ ক্ষমতাভার। সেই চ্যানেলে কারা যোগ দিতে পারবেন আর কারা পারবেন না, সেই বিষয়টি পুরোটাই থাকছে অ্যাডমিনদের (Admin) উপর। তবে চ্যানেল অ্যাডমিনরা ফলোয়ারের ফোন নম্বর বা প্রোফাইল পিক অ্যাক্সেস করতে পারবেন।
এই হোয়াটসঅ্যাপ চ্যানেল আসলে ওয়ান-ওয়ে ব্রডকাস্ট টুল, যেখানে অ্যাডমিনরা ছবি থেকে শুরু করে ভিডিও, স্টিকার্স এবং পোল পোস্ট করতে পারবেন। একজন ব্যবহারকারী যখন নির্দিষ্ট একটি চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তারা আলাদা একটি ট্যাবে সব কনটেন্ট দেখতে পাবেন। কেউ কেউ আবার এই সব চ্যানেলগুলোতে যোগ দিতে পারেন অন্য কারও আমন্ত্রণের ভিত্তিতে এবং হোয়াটসঅ্যাপে সেই নির্দিষ্ট চ্যানেলটি সার্চ করেও।
হোয়াটসঅ্যাপে এখন সবা মেসেজ গুলি এণ্ড টু এণ্ড এনক্রিপ্টেড (End to End Encripted)। শিগগির চ্যানেলে আগত সব মিডিয়া ও মেসেজের জন্য এনক্রিপশন যোগ করা হবে। তবে এই চ্যানেলে একটা মেসেজ ৩০ দিনের জন্য স্থায়ী থাকে।