দুর্দান্ত একটি ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Popular Instant Messaging App WhatsApp)। নতুন ফিচারের (New Feature) নাম টেক্স এডিটর (Text Editor)। আইওএস বিটাতে (iOS Beta) নতুন এই টেক্সট এডিটর ফিচার উপলব্ধ করা হয়েছে। জানা গিয়েছে, ড্রয়িং টুলের (Drawing Tool) জন্য মেটা এই ফিচার নিয়ে কাজ করছে। মার্কিন টেক জায়ান্ট মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ, গত বছর বেশ কয়েকটি দুর্দান্ত ফিচার উপহার দিয়েছে ইউজারদের। চলতি বছরেও একাধিক দুর্দান্ত ফিচার আসতে চলেছে। তার মধ্যে অন্যতম হল এই টেক্সট এডিটর। হোয়াটসঅ্যাপ সংক্রান্ত নিত্যনতুন আপডেট দেওয়া ওয়েবসাইট ডব্লুএবিটাইনফো (WABetaInfo) তাদের রিপোর্টে বলেছে, ইউজাররা কিবোর্ডের (Keyboard) উপর ফন্ট অপশনে (Font Options) ট্যাপ করে উপলব্ধ বিভিন্ন ফন্টের মধ্যে থেকে বেছে নিতে পারবেন প্রয়োজন অনুযায়ী।
আরও পড়ুন: Salman overshadowed Pathan: ‘পাঠান’কে ছাপিয়ে গেল সলমন
? WhatsApp beta for iOS 23.5.0.72: what’s new?
WhatsApp is working on a new text editor for the drawing tool, for a future update of the app!https://t.co/7oo8cLpQnb
— WABetaInfo (@WABetaInfo) March 8, 2023
টেক্সট এডিটর?
এবিষয়ে প্রকাশিত রিপোর্ট কী বলছে? হোয়াটসঅ্যাপে যে কোনও টেক্সটের ফন্ট পরিবর্তন করা যায়, এই অপশন এখনও উপলব্ধ রয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিটা ইউজারদের ক্ষেত্রে। কিন্তু নতুন ইন্টারফেস (Interface) সেই বিষয়টাকেই আরও সহজ করে তুলবে। সংশ্লিষ্ট ইউজার সহজেই ঝটপট বেছে নিতে পারবেন পছন্দের ফন্ট। টেক্সট অ্যালাইমেন্টের অপশনও (Text Alignment Option) উপলব্ধ থাকবে। অর্থাৎ আপনি টেক্সট বাঁদিকে (Left) রাখবেন, নাকি ডানদিকে (Right), সেই অপশন উপলব্ধ থাকছে। চাইলে মাঝেও (Centre) রাখতে পারবেন। ইমেজ, ভিডিয়ো এবং জিআইএফ (Images, Videos and GIFs)-এর যে কোনও টেক্স পরিবর্তন করতে পারবেন। নতুন টেক্সট এডিটরের সাহায্যে ইউজার টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন (Change The Text Background Colour) করতে পারবেন।
নতুন এই ফিচার কেবলমাত্র আইওস প্ল্যাটফর্মের জন্য উপলব্ধ থাকছে। অ্যান্ড্রয়েডের (Android) জন্য এই ফিচার এখই আনা হচ্ছে না। যদিও আগে বলা হয়েছিল, অ্যান্ড্রয়েড বিটার (Android Beta) জন্য টেক্সট এডিটর নিয়ে কাজ করা হচ্ছে। তবে আপাতত এখন আইওএস বিটা ভার্সনে উপলব্ধ রয়েছে, কিন্তু নির্দিষ্ট সংখ্যক ইউজারদের জন্য উপলব্ধ। নতুন এই টেক্সট এডিটর এখনও ডেভেলপমেন্ট (Development) পর্যায়ে রয়েছে, আগামী দিনে ফিচার আপডেটের (Feature Update) মাধ্যমে অন্যান্য বিটা ইউজারদের জন্য উপলব্ধ করা হবে। তারপর, সাধারণ ইউজারদের জন্য উপলব্ধ করা হবে।