ডিজিটাল দুনিয়ায় আমরা এখন আরও বেশি করে সময় কাটাচ্ছি। কাজের ক্ষেত্রে হোক, কিংবা বন্ধুবান্ধব বা আত্মীয়-পরিজনদের সঙ্গে ভিডিয়ো কল এখন আরও বেশি জরুরি হয়ে পড়েছে। আর ভিডিয়ো কলের কথা উঠলে সবার আগে যে প্ল্যাটফর্মের কথা উঠে আসে, সেটা হলো হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কল (WhatsApp Video Call)। এবার থেকে একসঙ্গে ৩২ জন ভিডিয়ো কলে (Video Call) যোগ দিতে পারবেন মেটা পরিচালিত এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মে (Instant Messaging Platform)। কোনও গ্রুপে সর্বাধিক পার্টিসিপেন্ট (Participants) সংখ্যা ২০০ জন এই মুহূর্তে। সেই সংখ্যাও বাড়ছে, একেবারে পাঁচগুণ। এবার থেকে সর্বাধিক ১ হাজার ২৪ জনকে কোনও গ্রুপে যোগ করা যাবে।
বৃহস্পতিবার মেটা (Meta) পরিচালিত ফটো শেয়ারিং সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে সংস্থার সিইও মার্ক জুকারবার্গ (CEO Mark Zuckerberg) একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ওই ভিডিয়ো বার্তায় তিনি হোয়াটসঅ্যাপের নতুন নতুন ফিচার্স নিয়ে অনেক কথা জানিয়েছেন হোয়াটসঅ্যাপ ইউজারদের (WhatsApp Users) উদ্দেশে। নতুন এই সমস্ত ফিচার্স (Features) আজ থেকেই ব্যবহার করা যাবে।
View this post on Instagram
আরও পড়ুন: Documentry On Srk’s 57th Birthday : তথ্যচিত্রে বাদশার বার্থডে
তবে এবারের আপডেটের সবচেয়ে বড় চমক হল হোয়াটসঅ্যাপ কমিউনিটি (WhatsApp Communities)। অফিস-কাছারি, পরিবার, বন্ধুবান্ধব এবং কিংবা কোনও সোশ্যাল গ্রুপ, আমরা তো একাধিক গ্রুপের মধ্যে থাকি। নতুন এই কমিউনিটি ফিচারের ফলে একাধিক গ্রুপকে ইউজাররা এক জায়গাতে নিয়ে আসতে পারবেন। নতুন আপডেটের সঙ্গে আসছে ইন-চ্যাট পোল (In-Chat Polls)। এই ফিচার এলে কথপোকথনের সময়েই কোনও নির্দিষ্ট বিষয়ে ভোটাভুটি চালানো যাবে। হোয়াটসঅ্যাপ ডেভেলপাররা (WhatsApp Developers) বেশ কিছুদিন ধরে এইসব আপডেট নিয়ে কাজ করছিল। এবার তা হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য উপলব্ধ করা হল।