কলকাতা টিভি ওয়েব ডেস্ক গত কয়েক বছরে একের পর এক পরিবর্তন এসেছে সোশ্য়াল নেটওয়ার্কিং জগতে৷ এ বার আবার এক বদল। হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার৷ এ বার থেকে কোনও ধরনের ভিডিও শেয়ার করার আগে সেই ভিডিওটির কোয়ালিটি রেজোলিউশন সিলেক্ট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা৷ এই সুবিধাটি এখন হোয়াট্সঅ্যাপে নেই৷ হোয়াটসঅ্যাপে এই ফিচার খুব দ্রুতই বাজারে নিয়ে আসছে। শুক্রবার WABetalnfo নামের একটি অনলাইন চ্যানেল এই খবরটি প্রকাশিত হয়েছে৷
কী সুবিধে পাওয়া যাবে?
এই নতুন ব্যবস্থায় ভিডিওর রেজোলিউশন বাড়ানোর সুযোগ পাবেন ব্যবহারকারীরা৷ যারফলে প্রয়োজন অনুযায়ী প্রত্যেকে ছবির রেজোলিউশন বাড়ানো বা অপরিবর্তিত রাখতে পারবেন৷
দ্বিতীয়ত, এই ব্যবস্থায় ব্যবহারকারীরা নিজেদের ফোনে গুগল ড্রাইভে পর্যাপ্ত পরিমান স্পেস ফাঁকা রাখতে পারবেন৷ এতে ফোনে ইন্টারনেট ব্যবহার আরও সহজ হবে৷
কী ধরনের অপশন থাকতে পারে?
WABetalnfo এর প্রকাশিত তথ্য অনুযায়ী এই নতুন ব্যবস্থায় তিন ধরনের অপশন রাখতে চলেছে হোয়াটসঅ্যাপ৷ প্রথমটি হল Auto, এই প্রক্রিয়ায় সংগৃহীত ভিডিওর কোয়ালিটি বিচার করবে হোয়াটসঅ্যাপ৷ যদিও এই প্রক্রিয়ায় ইন্টারনেট কানেকশন বা স্টোরেজ স্পেস নিয়ে কিছু উল্লেখ নেই৷
দ্বিতীয়ত, Best quality নামের একটি অপশন থাকবে৷ যেখানে ভিডিও শেয়ার করার প্ল্যাটফর্মের গুনগতমানকে নির্বাচন করা যাবে৷
এবং তৃতীয়ত, Data saver, এখানে কোনও ভিডিও শেয়ার করার আগে ভিডিওটিকে ছোট করা সুযোগ পাওয়া যাবে৷