পছন্দের স্মার্ট ফোন কেনার সময় ফোনের সঙ্গে দেওয়া হয় একটি চার্জার। যা সোলে বিশেষ ভাবে আপনার ফোনের জন্যই বানানো। এটি আপনার ফোনের জন্য সঠিক আকার, সঠিক ভোল্টেজ এবং এটি সঠিক ধরনের সংযোগকারীর প্লাগে সঙ্গে দেওয়া হয়। কিন্তু অনেক সময়ই দেখা যায় আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাঁরা অন্যের ফোনের চার্জার দিয়ে নিজের ফোনটি চার্জ করে থাকেন। যা একেবারেই ঠিক না। এতে আপনার শখের এবং অতি প্রয়োজনীয় স্মার্টফোনটির ক্ষতি হতে পারে।
অন্যদিকে ভোল্টেজ খুব কম হলে, এটি আপনার ফোন খুব ধীরে ধীরে চার্জ হবে। ভুল ভোল্টেজ সহ চার্জার ব্যবহার করলে আপনার ফোনের ব্যাটারি অতিরিক্ত গরম হতে পারে, ফলে মোবাইলের সমস্যা তৈরি হতে পারে।
আরও পড়ুন: Mysterious Death in Kolkata | কলকাতার হোটেলে রহস্য মৃত্যু
আলাদা চার্জার ব্যবহার করলে বিভিন্ন সমস্যা হতে পারে। যেমন-অন্য চার্জারের ভোল্টেজ খুব বেশি হলে তা আপনার ফোনের ব্যাটারির ক্ষতি করতে পারে। ফলে এই সমস্যা থেকে রেহাই পেতে অবশ্যই মোবাইল চার্জার সঙ্গে রাখুন। যদি আপনার আগের চার্জার নষ্ট হয়ে গেলে একই মডেলের নতুন চার্জার কিনে নিন।