বিল গেটস থেকে ওয়ারেন বাফেট, সকলকে একেবারে পিছনে ফেলে এক ধাপ এগিয়ে গেলেন জামশেদজি টাটা। না ধন সম্পত্তির দৌড়ে না। বরং মানবিকতার নিরিখে নজির গড়লেন ভারতীয় সংস্থা টাটা। ইতিমধ্যেই হুরুন রিপোর্ট অ্যান্ড এডিলগিভ ফাউন্ডেশন নামে একটি সংস্থা গত শতাব্দীর সেরা ৫০ জন সমাজসেবীর তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় শীর্ষে রয়েছে জামশেদজি টাটার নাম। পাশাপাশি তালিকাভুক্ত হয়েছে উইপ্রো গোষ্ঠীর কর্ণধার আজিম প্রেমজির নামও।
আরও পড়ুন গুগল-জিওর গাঁটছড়া, ভারতে ‘জিও ফোন নেক্সট’
এই সংস্থার তরফে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, জামশেদজি টাটা সমাজসেবী হিসাবে সবমিলিয়ে মোট ১০২ বিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছেন। বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা অনুদান দিয়েছেন ৭৪.৬ বিলিয়ন মার্কিন ডলার। ওয়ারেন বাফেট অনুদান দিয়েছেন ৩৭.৪ বিলিয়ন মার্কিন ডলার। জর্জ সরোস অনুদান দিয়েছেন ৩৪.৮ মিলিয়ন মার্কিন ডলার ও জন ডি রনফেলার অনুদান দিয়েছেন ২৬.৮ বিলিয়ন মার্কিন ডলার।একইসঙ্গে উইপ্রো গোষ্ঠীর কর্ণধার আজিম প্রেমজির ২২ বিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছেন। অর্থাৎ বিশ্বের সকল ধনী ব্যক্তিকে পিছনে ফেলে গত একশো বছরে বিশ্বের সেরা সমাজসেবী টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা।
আরও পড়ুন তাসের ঘরের মতন ভেঙে পড়ল মিয়ামি ভবন
প্রসঙ্গত , ১৮৮২ সাল থেকেই দানধ্যান করা শুরু করেছিলেন টাটা সংস্থা। তাঁর সম্পত্তির দুই তৃতীয়াংশ সরিয়ে রেখে বাকি অর্থ বিভিন্ন সমাজসেবার কাজে অনুদান হিসেবে দিয়ে দেন। স্বাস্থ্য ও শিক্ষাখাতেও প্রচুর টাকা ব্যয় করেছিলেন তিনি। যা কিনা টাটা গোষ্ঠীর অন্যতম অবদান হিসাবে স্বীকৃতি পেয়েছে সকল বিশ্বের কাছে।
আরও পড়ুন বাঁকুড়া ৪০০ বিজেপি গেরুয়া ছেড়ে ঘাসফুলে