হোয়াটসঅ্যাপ ডেভেলপমেন্ট টিম (WhatsApp Development Team) নতুন একটি ফিচার (Feature) নিয়ে কাজ করছে। এই ফিচার হোয়াটসঅ্যাপে উপলব্ধ হলে, ইউজার হোয়াটসঅ্যাপে যে স্টেটাস (WhatsApp Status) হিসেবে শেয়ার করবেন, তা ফেসবুক স্টোরিতেও (Facebook Stories) শেয়ার করা যাবে। সবচেয়ে বড় বিষয় হলো, এর জন্য হোয়াটসঅ্যাপ থেকে বেরতেও হবে না আর আলাদা করে ফেসবুক অ্যাপেও রিডাইরেক্ট (Redirect to Facebook App) হতে হবে না।
আরও পড়ুন: Stop Wine | মদ ছেড়ে ডাক্তাররা অনুপ্রেরণা দিন রোগীদের, চায় কেন্দ্র
ফেসবুক (Facebook) এবং হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এই দু’টিই মেটা পরিচালিত প্ল্যাটফর্ম (Meta-owned Platform)। প্রথমটি বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া (World’s Most Popular Social Media) এবং দ্বিতীয়টি বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম (World’s Most Popular Instant Messaging Platform)। হোয়াটসঅ্যাপে স্টেটাস বেশ জনপ্রিয় ফিচার। ফেসবুকে যে স্টোরি শেয়ার করার ফিচার রয়েছে, সেটি আর এটি প্রায় একই রকম, শুধু প্ল্যাটফর্মটাই আলাদা। এমন বহু ইউজার আছেন, যাঁরা হোয়াটসঅ্যাপ স্টেটাসে যা শেয়ার করেন, ফেসবুক স্টোরিতে গিয়ে তা ফের শেয়ার করেন। বিষয়টা হলো, একই কন্টেন্ট (Content) শেয়ার করার জন্য ভিন্ন দুই অ্যাপ পৃথক পৃথকভাবে খুলতে হয়। ইউজাররাও (Users) চাইছিলেন, হোয়াটসঅ্যাপে এমন ফিচার যদি থাকত, যার সাহায্যে হোয়াটসঅ্যাপের কন্টেন্ট ফেসবুকে শেয়ার হয়ে যেত। ঠিক যেমনটা ফেসবুকের আরেক সোশ্যাল মিডিয়া তথা ফটো শেয়ারিং ওয়েবসাইট ইনস্টাগ্রামে (Photo Sharing Website Instagram) কিছু শেয়ার করা মানে ফেসবুকেও তা শেয়ার হবে। এই ফিচার বহুদিন ধরেই উপলব্ধ। তবে ইউজারকে এর জন্য সংশ্লিষ্ট অ্যাপে গিয়ে টগল অন (Toggle On) করে রাখতে হয়।
হোয়াটসঅ্যাপ সংক্রান্ত নিত্য-নতুন তথ্য ও আপডেট শেয়ার করা ওয়েবসাইট ডব্লুএবিটাইনফো (WBBetaInfo) জানিয়েছে, মেটা পরিচালিত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন এই মুহূর্তে নতুন ফিচার নিয়ে কাজ করছে। তবে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের (Android Platform) জন্য নয়, শুধুমাত্র আইওএস প্ল্যাটফর্মের (iOS Platform) জন্য এই ফিচার আপডেট প্রাথমিক অবস্থায় সীমিত থাকবে। পরবর্তীকালে অ্যান্ড্রয়েডেও আসবে এই ফিচার আপডেট। সাধারণ ইউজারদের জন্য কবে উপলব্ধ হবে এই ফিচার আপডেট (Feature Update), তা এখনও নিশ্চিত করা হয়নি।
? WhatsApp beta for iOS 23.7.0.75: what’s new?
WhatsApp is working on an optional feature that allows users to share their status updates to Facebook Stories without leaving WhatsApp, available in a future update of the app!https://t.co/1E27htcI7N pic.twitter.com/nHKKGjCNBE
— WABetaInfo (@WABetaInfo) April 7, 2023
তবে হোয়াটসঅ্যাপ স্টেটাসের কোন কন্টেন্ট ফেসবুক স্টোরিতে শেয়ার হবে, তার নিয়ন্ত্রণ ইউজারের হাতেই থাকবে। প্রকাশিত রিপোর্ট অনুসারে, ফেসবুক স্টোরিতে হোয়াটসঅ্যাপ স্টোরি শেয়ার করতে হবে সংশ্লিষ্ট অ্যাপ থেকে বেরনোর প্রয়োজন না থাকলেও, বিষয়টি অপশনাল থাকবে। বাই ডিফল্ট (By Default) হিসেবে ডিসএবল (Disable) থাকবে। যদি এনএবল করতে হয়, তাহলে প্রাইভেসি সেটিংসে (Privacy Settings) গিয়ে এনএবল (Enable) করতে হবে। আবার যখন ইচ্ছে হবে ইউজার তা আবার ডিসএবল করতে পারবেন।