কথা মত এবার চালু হল হোয়টসঅ্যাপ ওয়েব ভার্সানে তিনটি নতুন ফিচার। বছরের শুরুতেই পলিসি আপডেটের প্রসঙ্গ এনে এমন মুখ পুড়েছিল হোয়াটসঅ্যাপের যে ব্যবহারকারীদের মন পেতে প্রথমত এই পলিসি আপডেট পিছিয়ে দেওয়া হয়। এবং পরে ব্যবহারকারীদের কাছে হোয়াটসঅ্যাপের গ্রহণযোগ্যতা আগের মতই রাখতে একগুচ্ছ ফিচারের কথা ঘোষণা করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবং কথা মত কয়েক মাসের ব্যবধানেই প্রায়ই নিত্যনতুন ফিচার যোগ করতে শুরু করে বিশ্বের সর্ববৃহত এই মেসেজিং অ্যাপ। তবে এতদিন নতুন ফিচারগুলো শুধুমাত্র মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারে প্রযোজ্য ছিল। এবার হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সান মানে ডেস্কটপ কিংবা ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রেও তিনটি নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ।
এই তিনটি ফিচার কি জেনে নিন-
এবার হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে ছবি এডিট করা যাবে বলে জানাল হোয়াটসঅ্যাপ।
আর ছবি এডিটের পাশাপাশি এবার লিঙ্ক প্রিভিউ করা যাবে হোয়াটস অ্যাপের ওয়েব ভার্সনে।
এখানেই শেষ নয় এবং এর পাশাপাশি স্টিকার সাজেশন ফিচারও থাকবে হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনে।
ব্যবহারকারীরা এবার মেসেজ টাইপ করা মাত্রই তাদের মেসেজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্টিকার অপশন দেবে হোয়াটসঅ্যাপ। যাঁরা হোয়াটসঅ্যাপে কথা বলার সময়ে স্টিকার ব্যবহার করেন তাঁরা জানেন পছন্দমত স্টিকার খুঁজে বাড় করতে কত কাঠখড় পোড়াতে হয়। তবে এবার আর নয়। এই নতুন আপডেট একেবারে আঙুলের ডগায় এনে দেবে পছন্দের স্টিকারগুলো।
তবে এই বিষয়টি নিয়ে প্রিভেসি নিয়ে কোনও সমস্যা হবে না বলে সংস্থার তরফ জানানো হয়েছে। প্রত্যেকটি মেসেজই নাকি চ্যাটের মতো এন্ড টু এন্ট এনক্রিপটেড থাকবে।
একই ভাবে ওয়েব ভার্সনে যে মিডিয়া এডিটর যোগ করা হয়েছে। এত দিন পর্যন্ত কোনও ছবি এডিট করতে চাইলে সেটা শুধু অ্যাপে সম্ভব ছিল মানে মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে সম্ভব ছিল। এবার ওয়েবেও মানে কম্পিউটারেও এই ছবি পছন্দমত এডিট করা যাবে।
এতদিন হোয়াটসঅ্যাপ ওয়েবে লিঙ্ক পাঠালে মোবাইল ভার্সানে তা শুধুমাত্র দেখা যেত। তবে এবার এই সুবিধে হোয়াটসঅ্যাপে ওয়েবেও পাবেন। এবার হোয়াটসঅ্যাপে কোনও লিঙ্ক পাঠালে ওই লিঙ্ক সম্পর্কে নানা বিষয় দেখা যাবে, যেটা এত দিন ওয়েব ভার্সানে দেখা যেত না।