কলকাতা: এ যুগে যে সোশ্যাল মিডিয়ার (Social Media) সঙ্গে ওয়াকিবহাল নয় তাকে আমরা হেয় করি, তাকে উপহাস করি। সারাদিনের বিভিন্ন মুহূর্ত ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যেন দৈনন্দিন জীবনযাপনের অঙ্গ হয়ে উঠেছে। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের সঙ্গে তোলা ছবিগুলো যেন ভার্চুয়াল ফোটো অ্যালবাম। সন্তানের বেড়ে ওঠার স্মৃতি ধরে রাখতে তার ছবি পোস্ট করে বাবা-মায়েরাও। কিন্তু সাবধান! বিজ্ঞানের অগ্রগতির অবদান কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা এআই-এর যুগে শিশুসন্তানের ছবি পোস্ট করতে বারণ করছে একটি ভিডিয়ো।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে ভিডিয়োটি। শিশুর স্রেফ একটা ছবি দিয়ে এআইয়ের সাহায্যে কী কী করা যেতে পারে তা দেখিয়ে দেওয়া হয়েছে। ৯ বছরের ফুটফুটে এলার ছবি সবার মতো তার বাবা-মাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন। এক এআই সংস্থা স্রেফ একটি ছবি নিয়ে তাতে প্রয়োগ করেছে এআই প্রযুক্তি। এলাকে ৯ বছর বয়স থেকে প্রাপ্তবয়স্ক করে তোলা হয়েছে, পূর্ণ অবয়বের মানুষ হিসেবে কথাও বলানো হয়েছে।
আরও পড়ুন: Earth | জানেন, পৃথিবীতে জলের সৃষ্টি কীভাবে ?
Please watch this video…Before you post another pic of your kids on social media.
They will thank you later. pic.twitter.com/CA1nr3ApYW
— Arun Bothra ?? (@arunbothra) July 10, 2023
হলভর্তি লোকের সামনে এলার বাবা-মা দেখেন, তাঁর ছোট্ট মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়ে তাঁদের উদ্দেশে বার্তা দিচ্ছে। ভার্চুয়াল এলা বুঝিয়ে দিচ্ছে, এআইয়ের সাহায্যে যে কেউ তার পরিচয় নকল করে যা খুশি তাই করতে পারে। সে যা করেনি সেই অপরাধে জেল হতে পারে। তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। অশ্লীল ছবি-ভিডিয়ো বানানো হতে পারে, মোদ্দা কথা তার পরিচয় এবং অস্তিত্ব সঙ্কটের মুখে পড়তে পারে। বাবা-মাকে এলা বলে, সে জানে যে তাঁরা তাকে কতটা ভালোবাসেন। কিন্তু তাঁরা যা অনলাইনে শেয়ার করছেন তা এলার ডিজিটাল ফুটপ্রিন্ট যা সারাজীবন তাড়া করে বেড়াবে এলাকে। তাই তার ভার্চুয়াল গোপনীয়তা রক্ষা করা দরকার।
সমস্ত বাবা-মায়েদের সচেতন করতেই এই ভিডিয়ো তৈরি হয়েছে। এলার অভিভাবকদের মতো লক্ষ লক্ষ আছেন যাঁরা রোজ সন্তানের ছবি ফেসবুক, টুইটারে শেয়ার করছেন। এবার কিন্তু সাবধান হওয়ার সময় হয়েছে।