ওয়াশিংটন: আর ফ্রিতে (Free) নয়, বিনামূল্যের জনপ্রিয় পরিষেবা (Popular Service) বন্ধ করছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট (US Tech Giant Microsoft)। ভার্চুয়াল ও ডিজিটাল দুনিয়া সাবস্ক্রিপশন নির্ভর হয়ে উঠছে দিনদিন। তার সঙ্গে তাল মিলিয়ে বিল গেটস (Bill Gates)-এর সংস্থা আগামী দিনের দিকে তাকিয়ে এগোতে চায়। মাইক্রোসফট সূত্রে জানানো হয়েছে, চলতি বছরের ১২ এপ্রিল থেকে মাইক্রোসফট টিমস ফ্রি ক্লাসিক (Microsoft Teams Free – Classic) এবং ফ্রি টিমস অ্যাপ ফর বিজনেস (Free Teams App for Business) আর উপলব্ধ থাকবে না। উইন্ডোজ (Windows), ম্যাক (Mac), অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) সহ আরও একাধিক প্ল্যাটফর্ম থেকে ফ্রি ভার্সনের এই অ্যাপ পরিষেবা তুলে নিতে চলেছে এই মার্কিন টেক কোম্পানি।
আরও পড়ুন: Bankura: বাকিতে মিষ্টি খেয়েছে, দাম চাইতেই দোকানদারকে ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলল যুবক
কোম্পানি তরফে ইউজার ও উইন্ডোজ প্রোডাক্ট প্রেমীদের (Windows Users and Windows Product Lovers) উদ্দেশে বার্তা, মাইক্রোসফট টিম (Microsoft Team) ব্যবহার করতে হলে, আগামী ১২ এপ্রিল থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে পরিষেবা কিনতে হবে। বিশ্বে উইন্ডোজ ব্যবহারকারীর সংখ্যা অগণিত। অফিসিয়াল কাজ ছাড়াও ব্যক্তিগত কাজে বহু মানুষ উইন্ডোজ অপারেটিং সিস্টেম পরিচালিত কম্পিউটার (Windows OS Run Computers) ব্যবহার করেন। এছাড়া মাইক্রোসফটের একাধিক ডিজিটাল প্রোডাক্টের সাবস্ক্রাইবারও (Subscribers of the Microsoft’s Digital Product) অনেক। করোনা প্যানডেমিকের (Corona Pandemic) সময় মানুষ ভার্চুয়াল দুনিয়ায় (Virtual World) পা রেখেছেন আরও বেশি করে। সেই থেকেই মাইক্রোসফটের টিমস ভিডিয়ো কলিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে ব্যবহারকারীদের কথা মাথায় রেখে টিমস ভিডিয়ো অ্যাপ (Teams Video App) পরিষেবা সাবস্ক্রাইব করার মূল্য সাধ্যের মধ্যেই রেখে মাইক্রোসফট। সংস্থা সূত্রে খবর, ভারতীয় মুদ্রায় মাসে ১১০ টাকা খরচ করে মাইক্রোসফট টিমস এসেনসিয়ালস (Microsoft Teams Essentials)-এর জন্য আপগ্রেড করতে হবে। এই মূল্য একটি ইউজাররে জন্য। মাসে মাসে ১১০ টাকার বিনিময়ে চ্যাট, মিটিং চ্যানেল এবং অন্যান্য মূল্যবান তথ্য (Chats, Meetings, Channels and Other Key Info) সেভ করে রাখতে পারবেন ইউজাররা।
কী বলেছে মাইক্রোসফট?
“টিমস ব্যবহার করা চালিয়ে যেতে হলে, মাইক্রোসফট টিমস এসেনসিয়ালসে আপগ্রেড (Upgrade to Microsoft Teams Essentials) করিয়ে নিন এবং আপনার সমস্ত চ্যাট (Chats), ফাইল (Files), টিমস (Teams) এবং মিটিং অ্যাক্সেস (Meeting Access) বজায় রাখুন। টিমস এসেনসিয়ালসে ৩০ ঘণ্টা পর্যন্ত একটানা আনলিমিটেড গ্রুপ মিটিং (Unlimited Group Meeting) করতে পারবেন, প্রতি মিটিংয়ে সর্বাধিক ৩০০ জন যোগ দিতে পারবেন। ইউজার প্রতি ১০জিবি করে ক্লাউড স্টোরেজের (Cloud Storage Up to 10GB) সুবিধা দেওয়া হবে। ইউজার প্রতি এর জন্য প্রতি মাসে ১১০ টাকা করে দিতে হবে।”
উল্লেখ্য, গত মাসে মাইক্রোসফট গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিল একটি। সেই মতো মাইক্রোসফট টিম-এর কিছু ফিচার্স বেশি দামি প্রিমিয়াম এডিশনের জন্য শুধুমাত্র উপলব্ধ করেছে, যেমন – ট্রান্সলেটেড ক্যাপশনস (Translated Captions), কাস্টম টুগেদার মোড সিনস (Custom Together Mode Scenes) এবং ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্ট অপশনস (Virtual Appointment Options)। চলতি ফেব্রুয়ারি মাস থেকেই প্রিমিয়াম ভার্সন শুরু হয়েছে।