সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ব্যবহৃত মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপে (Whatsapp)। বিশ্বের কয়েক মিলিয়ন (Million) ব্যবহারকারী রয়েছেন হোয়াটসঅ্যাপের। প্রায়ই নতুন নতুন আপডেট এনে ব্যবহারকারীদের চমকে দিয়েছে এই মেসেজিং অ্যাপ। এবার এতে যুক্ত হতে চলেছে আরও একটি নতুন ফিচার। যার নাম ‘অ্যাডমিন রিভিউ’ (Admin Review)। এর মাধ্যমে আরও শক্তিশালী হয়ে উঠবেন গ্রুপ অ্যাডমিনরা। এমনকী ভালভাবে হোয়াটসঅ্যাপের গ্রুপ মডারেট করতে পারবেন তাঁরা। এছাড়াও একবার এটি চালু হয়ে গেলে কোনও মেসেজ নিয়ে অ্যাডমিনদের কাছে রিপোর্টও করতে পারবে গ্রুপের বাকি মেম্বাররাও (Group Member)।
একটু বিস্তারিত ভাবে আলোচনা করে বলা যাক, যখন কোনও গ্রুপের মেম্বার কিছু ভুল তথ্য বা অপ্রীতিকর তথ্য শেয়ার করেন, তখন এই ফিচারের সাহায্যে গ্রুপের বাকি সদস্যরা অনায়াসেই সেই মেসেজ বা ভুল বা অপ্রীতিকর তথ্যেটিকে রিপোর্ট করতে পারবেন। আর এরকমটা হলে গ্রুপের অ্যাডমিন যদি চান তাহলে অনায়াসেই সেই তথ্যটি গ্রুপ থেকে মুছে দিতে পারবেন। তবে আপাতত এই ফিচার অ্যান্ড্রয়েড ভার্সানে চালু হবে বলে শোনা গিয়েছে।
আরও পড়ুন: Theresia Fischer | Model | দেড় কোটি খরচ করে লম্বা হলেন এই মডেল
এখানে আরও একটি বিষয় হল, ওই নির্দিষ্ট মেসেজটি যে রিপোর্ট করা হয়েছে সেটিও জানতে পারবেন একমাত্র ওই গ্রুপের অ্যাডমিন। ওই গ্রুপের ইনফো অপশনের মধ্যে একটি নতুন বিভাগে যুক্ত থাকবে এই ফিচার। সেখানেই রিপোর্ট হওয়া মেসেজ দেখতে পাবেন অ্যাডমিনরা। এই মেসেজ ডিলিট করে দেওয়ার অপশন পাবেন গ্রুপের অ্যাডমিন প্যানেলে থাকা ব্যক্তিরা।
মার্চ মাসেও ভারতে নিষিদ্ধ হয়েছে প্রচুর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
অন্যদিকে, আবার জানা যাচ্ছে মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ (Whatsapp) মার্চ মাসেও ৪.৭ মিলিয়নের বেশি অর্থাৎ ৪৭ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট ব্যান (Whatsapp Account Ban) বা নিষিদ্ধ করেছে ভারতে। ১ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে এইসব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে।