এবার গ্রুপ (Group) অ্যাডমিনদের (Admin) জন্য আরও সুবিধা নিয়ে আসছে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) । প্রতিনিয়তই কোনও না কোনও নতুন আপডেট (Update) নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে মেটার (Meta) মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মটি। আর এবার হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য দুটি নতুন আপডেট যুক্ত হয়েছে। যার ফলে গ্রুপ অ্যাডমিনদের হাতে আরও বেশি ক্ষমতা আসতে চলেছে।
মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রাইভেসি (Privacy) বা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অ্যাডমিনদের হাতে আরও ক্ষমতা আসতে চলেছে এই নতুন আপডেটের মাধ্যমে। এখন হোয়াটসঅ্যাপ গ্রপে কারা যুক্ত হবেন তা ঠিক করতে পারবেন গ্রুপ অ্যাডমিনরা। তারাই সিদ্ধান্ত নেবেন যে বা কারা গ্রুপে যুক্ত হবেন আর কারা হবেন না। গ্রুপে অ্যাড করার ক্ষেতের অনেক সময় আমরা গ্রুপ লিংকের ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে নিরাপত্তার ঘাটতি দেখা দিতে পারে। তাই এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা ঠিক করতে পারবেন যে, কারা গ্রুপে যুক্ত হবেন, আর কারা হবেন না। এমনকী, কে গ্রুপ থেকে লিভ নিলো তা শুধুই গ্রুপ অ্যাডমিন জানতে পারবেন।
আরও পড়ুন: Pan Aadhaar Link | শেষবেলায় সময়সীমা বাড়ানো হল প্যান-আধার লিঙ্কের
দ্বিতীয় আপডেটের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের কনট্যাক্টে লিস্টে থাকা ইউজারদের সঙ্গে আপনি কোন কোন হোয়াটসঅ্যাপে গ্রুপে কমন বা একসঙ্গে রয়েছে সেটা জানা যাবে। এই ফিচারের নাম ‘গ্রুপস ইন কমন’। ধারণা করা হচ্ছে গ্লোবাল স্তরে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই দুই আপডেটের রোল আউট শুরু হবে।
এদিকে, অনেক সময়তেই অসাবধানবশত কিংবা অটোকারেকশন (Auto-correction) অন থাকার কারণে কোনও শব্দ বিকৃতি হয়ে কিংবা ভিন্ন কথা চলে যায় হোয়াটসঅ্যাপে। তখন আমরা এডিট ফিচার মিস করি। তবে এই সমস্যার সমাধান হতে চলেছে। হোয়াটসঅ্যাপ সংক্রান্ত লেটেস্ট আপডেট ও ইনফরমেশন শেয়ার করা ওয়েবসাইট ডব্লুএবিটাইনফো (WABetaInfo) জানিয়েছে, এডিট মেসেজ অপশন আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। খুব শীঘ্রই এই সংক্রান্ত ফিচার আপডেট আসতে চলেছে। তবে শুধুমাত্র আইওএস প্ল্যাটফর্মের (iOS Platform) জন্য, অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে (Android Platform) কবে এই ফিচার আপডেট আসবে কোনও নির্দিষ্ট তথ্য নেই। আপাতত ডেভেলপিং পর্যায়ে (Developing Stage) রয়েছে এই ফিচার।
আইমেসেজের জন্য এডিট ফিচার (Edit Feature in iMessage ) অনেক দিন ধরেই উপলব্ধ রয়েছে আইফোনে (iPhone)। এবার আইওএসের এই বিশেষ ফিচার আসছে হোয়াটসঅ্যাপে। এই মুহূর্তে সিলেক্টেড বিটা টেস্টাররা (Selected Beta Testers) এই ফিচার আপডেট (Feature Update) পেয়েছেন। আগামী দিনে বিটা ইউজারদের (Beta Users) জন্যও এই ফিচার আসতে চলেছে। তারপর আইওএস প্ল্যাটফর্মে সকলের জন্য উপলব্ধ করা হয়ে এই ফিচার আপডেটের মাধ্যমে।
উল্লেখ্য, ২০২২ সালে দুর্দান্ত সব ফিচার আপডেট উপহার দিয়েছে হোয়াটসঅ্যাপ। চলতি বছরে একাধিক দুর্দান্ত ফিচার উপলব্ধ করা হয়েছে। আগামী দিনেও আরও অনেক ফিচার আপডেট আসতে চলেছে মেটা পরিচালিত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশনে (Meta-owned Instant Messaging Application)।