সম্প্রতি ইউজারদের জন্য টুইটারের (Twitter) সময়সীমা বেধে দিয়েছেন ইলন মাস্ক (Elon Musk)। ঘোষণা করেছেন, এবার থেকে টুইটারের ভেরিফায়েড অ্যাকাউন্টের (Verified Account) ব্যবহারকারীরা দিনে ৬ হাজার পোস্ট পড়তে পারবেন। অন্যদিকে ভ্যারিফাই অ্যাকাউন্ট না থাকা ইউজার সারাদিনে মাত্র ৬০০টি টুইট দেখতে পারবেন। কিন্তু যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন এবং ভ্যারিফাই করা নেই তারা সারাদিনে মাত্র ৩০০টি টুইট দেখতে পাবেন। মাস্কের এমন ঘোষণার পরই ইউজারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আর সেই ক্ষোভকে কাজে লাগিয়ে মাইক্রোব্লগিং সাইট ‘থ্রেডস’ (Threads) নিয়ে হাজির মেটা (Meta)।
মাইক্রোব্লগিং সাইট আনার কথা আগেই ঘোষণা করেছিলেন মেটা-র সিইও মার্ক জুকেরবার্গ। টুইটারকে টেক্কা দেওয়ার লক্ষ্যে আসা মেটার ‘থ্রেডস’ এখন গুগল প্লে স্টোরেও পাওয়া যাচ্ছে। ইনস্টগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে থ্রেডস-এ লগ ইন করা যাচ্ছে। আসছে সাজেশনও। জানুয়ারি থেকে ‘প্রজেক্ট ৯২’নাম দিয়ে টুইটার-এর প্রতিযোঘী থ্রেড ডেভলপ করা হচ্ছে। এখনও কিছুটা কাজ বাকি আছে। তারই মধ্যে প্লে স্টোরে মিলছে মেটার থ্রেডস।