সম্প্রতি টুইটারের বিকল্প অ্যাপ এনেছে মেটা। লঞ্চ হওয়া মাত্রই সেই অ্যাপের ৭ ঘণ্টায় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ১ কোটিতে। বিশ্বের ১০০টি দেশে চালু হয়েছে টুইটারের নতুন প্রতিদ্বন্দ্বী থ্রেডস। মাত্র ৫ মিনিটেই ভিডিওসহ টেক্সট, ছবি আপলোড করতে পারবেন এই অ্যাপে। তবে টুইটারকে টেক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই এই অ্যাপ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মালিক ইলন মাস্ক।
তাঁর দাবি ডেটা চুরি করছে মার্ক জুকারবার্গ। সেই সঙ্গে অ্যাপ চালু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইলন মাস্ক মেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। অনেকেই হয়তো এখনো জানেন না নতুন সোশ্যাল মিডিয়ায় অ্যাপটি দেখতে অনেকটা টুইটারের মতো। কাজও করে কিছুটা টুইটারের মতোই। তার সেই ডিজাইনকে কেন্দ্র করেই টুইটারের সিইও এমন সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি ইলন মাস্কের একটি টুইট বেশ ভাইরাল হয়েছে যেখানে মাস্ক মার্ক জুকারবার্গকে ‘প্রতারক’ বলেছেন। ইলন মাস্ক তার টুইটে লিখেছেন, ‘প্রতিযোগিতা শ্রেয়, প্রতারণা নয়।’ আর তারপর থেকেই এই টুইটকে ঘিরে শোরগোল শুরু হয়। এদিকে জুকারবার্গের মতে, লঞ্চের পর প্রথম সাত ঘণ্টার মধ্যে এক কোটিরও বেশি ইউজার প্ল্যাটফর্মে সাইন ইন করেছে। ইলন মাস্কের দাবি, তাদের ডিজাইন চুরি করেছে মেটা।