নয়াদিল্লি: স্মার্টফোন (Smart Phone) ইউজ়াররা সাবধান, চোখ রাঙাচ্ছে নতুন অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার (Malware)। যার মাধ্যমে ফোনের কনট্যাক্টস থেকে শুরু করে কল হিস্ট্রি, কল রেকর্ড, ক্যামেরা- যাবতীয় তথ্য নিমেষে ফাঁস হয়ে যাচ্ছে। সম্প্রতি এই ম্যালওয়ার নিয়ে সতর্ক করেছে কেন্দ্র। ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (Indian Computer Emergency Response Team) জানিয়েছে, এই ভাইরাসের পোশাকি নাম ডাম (Daam)। মারাত্মক তেজ এই ম্যালওয়্যারের। এই ভাইরাস অ্যান্টি-ভাইরাস প্রোগ্রামকেও এড়াতে পারে। পাশাপাশি নিশানা করা ডিভাইসে র্যানসমওয়ার ছড়িয়ে দিতে পারে।
সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ছড়াচ্ছে এই ভাইরাস। অচেনা কিংবা ভরসা যোগ্য নয়, এমন অ্যাপ থেকে ডাউনলোড হচ্ছে ডাম। মোবাইলে একবার যদি এই ম্যালওয়ার ঢুকে পড়ে, তাহলে তা সহজেই সিকিউরিটি স্তর এড়িয়ে যাচ্ছে। হ্যাক করা হচ্ছে ব্যক্তিগত নথিপত্র। আপনার মোবাইল ফোনের কল হিস্ট্রি থেকে শুরু করে বুকমার্ক, কল লগ, যাবতীয় নথিই চুরি করে অনলাইনে ফাঁস করে দেওয়া হচ্ছে। এমনকী, ফোনের ক্যামেরার অ্যাক্সেসও থাকছে এই ম্যালওয়ারের কাছে। স্ক্রিনশট নেওয়া, এসএমএস চুরি, ফাইল আপলোড, ডাউনলোড ও পাসওয়ার্ড বদল করে দেওয়ার মতো ক্ষমতাও রয়েছে এই ম্যালওয়ারের। এনক্রিপটেড তথ্যও হাতিয়ে নিতে পারে এই ডাম।
আরও পড়ুন:Powassan Virus | ফের নতুন ভাইরাসের আগমন, এবার প্রাণ কাড়ল পোওয়াসান ভাইরাস
এই ভয়ংকর ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য কী করবেন? সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্বাসযোগ্য নয়, এমন কোনও ওয়েবসাইট বা লিঙ্কে ক্লিক করবেন না। ইমেইল বা এসএমএস মারফত কোনও লিঙ্ক পাঠানো হলে, তাতে ক্লিক করার আগে যাচাই করে দেখে নেবেন। অ্যান্টি-ভাইরাস এবং অ্যান্টি স্পাইওয়্যারের আপডেটেড ভার্সানটি ফোনে ইনস্টল করে রাখুন। সন্দেহজনক কোনও নম্বর থেকে ফোন আসলে ধরবেন না। অনেক সময় আবার শর্ট লিংক থেকেও মোবাইলে প্রবেশ করতে পারে ডাম ভাইরাস। তাই এখনই সাবধান হোক।