‘ডব্লিউডব্লিউডব্লিউ ডট’ এই শব্দটির সঙ্গে পরিচিত নন এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর বটে। এই ইন্টেরনেটের যুগে এই সবটির সঙ্গে পরিচয় নেই এরকম ব্যক্তি মেলা দুষ্কর। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো একটি বিপ্লবী প্রযুক্তি, যা আজ বিশ্বকে শাসন করে এমন হাজার হাজার আবিষ্কারের সৃষ্টি করেছে। আজ বিশ্ব ওয়েব দিবসে জেনে নেওয়া যাক এর উৎপত্তি আর কিছু অজানা তথ্য।
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটি ১৯৮৯-১৯৯৩ সালের মধ্যে তৈরি করেন স্যার টিম বার্নার্স-লি। তিনি তখন সিইআরএন (ইউরোপীয় অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ) এ নিযুক্ত ছিলেন। ১৯৯০ সালে তিনি ওয়েবের ধারণা প্রকাশ করেন এবং ১৯৯১ সালে তিনি প্রথম ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভার তৈরি করেন।
আরও পড়ুন: রেস্টুরেন্ট স্টাইলে দ্রুত ঘরে তৈরি করে ফেলুন ম্যাঙ্গো মিল্কশেক
প্রথম গ্র্যাফিকাল ওয়েব ব্রাউজার মোজাইক ব্যবহার শুরু হয় ১৯৯৩ সালের দিকে, যা ছিল শুধু কম্পিউটারে ব্যবহারের জন্য। তবে এখন ওয়েবের ব্যবহার হচ্ছে স্মার্টফোন, গেমিং ডিভাইস, ল্যাপটপে। এমনকি ঘড়ির মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে।
স্যার টিম বার্নার্স-লির তৈরি ব্রাউজারটি বেলজিয়ামের তথ্যপ্রযুক্তি প্রকৌশলী এবং কম্পিউটার বিজ্ঞানী রবার্ট কাইলিয়াউ আরও উন্নত করেন। তবে জানেন কি? বিশ্বব্যাপী ১ আগস্ট ওয়েব দিবস পালন করা হয়। দিনটি ইন্টারনেটের প্রতিষ্ঠাতা টিম বার্নার্স-লিকে সম্মান ও স্বীকৃতি জানাতেই পালন করা হয়। এই তারিখটিকে আধুনিক ইন্টারনেটের জন্মদিন বলেও মনে করা হয়।