দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে এল হোয়াটসঅ্যাপ পোল ফিচার (WhatsApp Poll Feature)। মেটা পরিচালিত (Meta-Owned) জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন (Instant Messaging Application) ইউজারদের জন্য এই আপডেট (Update) উপলব্ধ করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS), উভয় প্ল্যাটফর্মের ইউজারদের (Users of the Both Platforms) জন্যই এই আপডেট পাঠানো হচ্ছে। শুধুমাত্র গ্রুপ চ্যাটের (Group Chat) ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত চ্যাটের (Individual Chats) ক্ষেত্রেও এই ফিচার (Feature) ব্যবহার করতে পারবেন ইউজার (User)।
হোয়াটসঅ্যাপ পোল ফিচারের সাহায্যে ইউজার সর্বোচ্চ ১২টি উত্তর (12 Answers) সহ পোল তৈরি করতে পারবেন। পোলিংয়ের জন্য দেওয়া বিকল্প অনুয়ায়ী যে কোনও উত্তরে ভোট দিতে পারবেন গ্রুপের অপর ইউজার অথবা ব্যক্তিগত চ্যাটে আপনি যাঁকে এই পোল পাঠাচ্ছেন। এর আগে বিটা ভার্সনে (Beta Version) শুধু গ্রুপ চ্যাটের ক্ষেত্রেই এই ফিচার উপলব্ধ ছিল, তবে এবার থেকে ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রেও এই সুবিধা থাকছে।
আরও পড়ুন: Over 1 Billion Youngsters at Hearing Loss: হেডফোনে গান শোনেন? নিজের অজান্তেই অনেক বড় ক্ষতি করছেন!
অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ কীভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ পোল?
* আপনার অ্যান্ড্রয়েড কিংবা আইওএস ডিভাইসে হোয়াটসঅ্যাপ খুলুন
* এবার ইন্ডিভিজুয়াল কিংবা গ্রুপ চ্যাটে যান
* টেক্সট বারের পাশে দেওয়া প্লাস আইকনে ট্যাপ করুন
* লিস্ট থেকে “পোল (Poll)” অপশন বেছে নিন
* লোকেশন, কন্ট্যাক্ট এবং অন্যান্য অপশনের পাশে আপনি পোল অপশনটি দেখতে পাবেন
* পোল অপশনে ট্যাপ করুন
* এবার ‘আস্ক কোয়েশ্চেন (Ask question)’-এ নিজের প্রশ্ন দিন
* তারপর ভোট দেওয়ার জন্য একাধিক বিকল্প সহ উত্তর দিন
* মোট ১২টি উত্তর যোগ করতে পারবেন
* পোল সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে সেন্ড (Send)-এ ট্যাপ করুন
আপনার চালু করা পোল এবার গ্রুপের অন্যান্য ইউজারের (Other Users) কাছে চলে যাবে কিংবা ব্যক্তিগত চ্যাটে যাঁকে পাঠিয়েছেন, তাঁর কাছে চলে যাবে। তবে মাথায় রাখবেন, পোল কিন্তু আপনি কখনও অন্যকে শেয়ার (Share) কিংবা ফরওয়ার্ড (Forward) করতে পারবেন না। তবে রিঅ্যাক্ট (React) অবশ্যই করতে পারবেন।