কলকাতা: স্মার্টফোন (Smart Phone) ব্যবহারকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুগল অ্যাকাউন্ট (Google Account)। সেই অ্যাকাউন্টে ছবি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের সম্ভার থাকে। আর এখন যেহেতু প্রত্যেক অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয়, তাই অত্যন্ত জরুরি অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখা। যদি কোনও কারণে সন্দেহ হয় যে আপনার অ্যাকাউন্টের উপর তৃতীয় ব্যক্তির নজর পড়েছে, তাহলে তখনই সতর্ক হওয়া উচিত। জেনে নিন কীভাবে নিজের গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন?
১) প্রথমেই আপনাকে যেতে হবে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে। সেখান থেকে স্ক্রল ডাউন করে আপনাকে আসতে হবে গুগল অপশনে।
২) এবার গুগল অপশনে ট্যাপ করে আপনি ‘Manage You Google Account’ অপশনে ক্লিক করতে হবে।
৩) তারপর সোয়াইপ করে সিকিউরিটি সেকশনে ট্যাপ করুন।
৪)তারপর স্ক্রল ডাউন করে এবার চলে আসুন ‘Your Devices’ সেকশনে, সেখানে ট্যাপ করুন।
৫) আর একবার আপনাকে ‘Manage all devices’ অপশনে ট্যাপ করতে হবে। এখানেই আপনি দেখতে পাবেন, কোন কোন ডিভাইস আপনার গুগল অ্যাকাউন্টে লগইন করা ছিল।
৬) এখানে আপনি যদি কোনও অজ্ঞাত ডিভাইস দেখেন, যেখান থেকে গুগল অ্যাকাউন্টে লগ ইন করেননি, তাহলে সেটায় ক্লিক করুন এবং সাইন আউট বাটনটি প্রেস করুন।
গুগল অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ানোর জন্য 2 স্টেপ ভেরিফিকেশন চালু রাখতে পারেন। এটির সুবিধা হল আপনি যে কোনও ডিভাইসেই পাসওয়ার্ড দিয়ে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এ ছাড়া আপনার গুগল অ্যাকাউন্টের সঙ্গে কোন কোন থার্ড পার্টি অ্যাপের কানেকশন রয়েছে তাও জানতে পারবেন। এর জন্য ক্লিক করতে হবে ম্যানেজ অল ডিভাইস-এর নিচে ‘See all Connection’ অপশনে।
নিরাপত্তা বাড়ানোর জন্য নতুন পাসকিস সিস্টেম নিয়ে এসেছে গুগল। যেখানে পাসওয়ার্ডের ব্যবহার করতে হয় না। বায়োমেট্রিক বা পিন সেট আপ করেই সমস্ত ওয়েবসাইটে লগ ইন করা যাবে। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টেই এই অপশন পাবেন। যেখানে ট্যাপ করে পাসকিস সেটআপ করতে পারেন।