কলকাতা: স্মার্টফোন ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। দূরের বা কাছের যেকোনও আত্মীয়দের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হল এই ফোন। আর এই ফোন (Smartphone) কেনার সময় তরুণ প্রজন্মের বেশিরভাগেরই নজর থাকে ফোনের ক্যামেরা ফিচারের (Camera Fatures) দিকে। তবে আর একটা জিনিসেও নজর রাখা প্রয়োজন। সেটি হল ফোনের ব্যাটারি (Battery)। কারণ, একটি ভাল ব্যাটারি ব্যাকআপ একটি স্মার্টফোনের একটি অপরিহার্য গুণ। আজকে বলব কীভাবে আপনি আপনার স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে পারবেন। চলুন জেনে নিন-
ব্রাইটনেস কম রাখতে হবে- স্মার্টফোনের স্ক্রিনের উজ্জ্বলতা যত কমিয়ে রাখা তত ব্যাটারি বাঁচে। এর জন্য, স্ক্রিনের উজ্জ্বলতা স্বয়ংক্রিয় মোডে রাখুন বা কমপক্ষে উজ্জ্বলতা স্লাইডার কমিয়ে দিন।
নির্ধারিত সময়ে অটোমেটিক লক করতে হবে- একটি নির্দিষ্ট সময়ের পরে স্মার্টফোনটিকে স্বয়ংক্রিয়ভাবে লক করতে সেট করুন। এর ফলে স্মার্টফোন ব্যবহার হবে না এবং ব্যাটারি ব্যাকআপও বাঁচবে।
অপ্রয়োজনীয় নেটওয়ার্ক সংযোগ বন্ধ করতে হবে- একইভাবে যখন আমাদের ইন্টারনেটের প্রয়োজন হয় না, তখন আমাদের ব্লুটুথ, ওয়াই-ফাই এবং জিপিএসের মতো নেটওয়ার্ক সংযোগগুলি বন্ধ করে দেওয়া উচিত। এতে ব্যাটারি বাঁচবে।
আপডেট রাখতে হবে- আপনার স্মার্টফোনকে সর্বশেষ সফ্টওয়্যারে আপডেট করা ব্যাটারির আয়ু বাড়াতে পারে। নতুন সফ্টওয়্যার আপডেটগুলি ব্যাটারি ব্যাকআপ এবং অভ্যন্তরীণ অপ্টিমাইজেশান উন্নত করে৷
ব্যাটারি সেভার অ্যাপ ব্যবহার করতে হবে- কিছু অ্যাপ্লিকেশন ব্যাটারি সেভার মোডে স্মার্টফোন সেটিংস অপ্টিমাইজ করতে পারে। এই অ্যাপস ব্যবহার করে আপনি ব্যাটারি ব্যাকআপ বাড়াতে পারবেন।