কলকাতা: বর্তমানে স্মার্টফোন (Smart Phone) হয়ে উঠেছে আমাদের নিত্যসঙ্গী। দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অডিও-ভিডিও কল, মেসেজের পাশাপাশি এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারনেট সার্ফিং, গেমস খেলার জন্যও স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও চলে না আমাদের। আর এর জন্য প্রতিদিনই নিত্যনতুন অ্যাপের সঙ্গে পরিচয় হচ্ছে। ফটো এডিটিং থেকে শুরু করে টাকা পাঠানো, সব কিছুর জন্যই আলাদা আলাদা অ্যাপ (APP) আছে। ফলে, কম-বেশি সবাই গুগল প্লে স্টোর থেকে এসব অ্যাপ ডাউনলোড করে থাকেন।
কিন্তু কখনও কী যাচাই করে দেখেছেন যে, আপনি যে অ্যাপগুলি ডাউনলোড করছেন, সেগুলি আদৌ আসল কি না? কারণ বড় বড় সোশ্যাল মিডিয়া অ্যাপগুলিরও এখন নকল অ্যাপ রয়েছে। আর এই জনপ্রিয় অ্যাপের ভুয়া অ্যাপ তৈরি করে মানুষকে ফাঁদে ফেলছে হ্যাকাররা। তাই কোনও অ্যাপ ডাউনলোড করার আগে ভাল করে যাচাই করে নিন অ্যাপটি আসল নাকি নকল। কীভাবে বুঝবেন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপটি আসল না ভুয়ো।
আরও পড়ুন:Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিয়ে ৯৩ শতাংশ পড়ুয়া চাকরি পেল
১) গুগল প্লে স্টোরে অ্যাপটির বিষয়ে সমস্ত কিছু পড়ে ও জেনে নিন। অ্যাপটির ডেভেলপার সম্পর্কেও জানুন।
২) অ্যাপ রিভিউ এবং রেটিং সম্মন্ধে আগে জেনে নিন। যে কোনও বৈধ অ্যাপে সাধারণত ভাল রিভিউ এবং বেশি রেটিং থাকে। কোনও অ্যাপের খুব কম রিভিউ থাকলে, বা রিভিউগুলো সন্দেহজনক মনে হলে সতর্ক থাকুন। সেই অ্যাপ ডাউনলোড করবেন না।
৩) ডাউনলোডের সংখ্যা দেখেও আপনি অ্যাপটির জনপ্রিয়তা সম্পর্কে বুঝতে পারবেন। যদি একটি অ্যাপ প্রচুর পরিমাণে ডাউনলোড করা হয়ে থাকে, তবে তা ভুয়ো অ্যাপ হওয়ার সম্ভাবনা কম।
৪) গুগল প্লে স্টোরে দেওয়া অ্যাপটির বর্ণনা এবং স্ক্রিনশট দেখে নিন। যে কোনও বানান ভুলও একটি জাল অ্যাপের লক্ষণ হতে পারে।
৫) আপনি যখন একটি অ্যাপ ইনস্টল করেন, তখন এটি আপনার ডিভাইসে কিছু ফিচার অ্যাক্সেস করার জন্য নির্দিষ্ট অনুমতি চাইবে। যদি কোনও দরকারী বা ব্যক্তিগত ডেটার অ্যাক্সেস চায়, সেক্ষেত্রে সতর্ক হোন।
৬) অ্যাপটির অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ স্টোরের বাইরে ওয়েব ভার্সন আছে কি না তা দেখে নিন। যে কোনও বৈধ অ্যাপে প্রায়ই অ্যাপ এবং ডেভেলপার সম্পর্কে অতিরিক্ত ডেটা ও অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া থাকে।
৭) কিছু জনপ্রিয় অ্যাপের নকল বা ক্লোন ভার্সন থাকতে পারে। তাই ডাউনলোড করার আগে দেখে নিন যে, আপনি অফিসিয়াল ডেভেলপার থেকে অ্যাপটি ডাউনলোড করছেন কি না।
৮) একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হলে, শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করুন। অজানা উৎস থেকে APK ফাইলগুলি ডাউনলোড করবেন না। এতে অ্যাপটি ভুয়ো হওয়ার সম্ভাবনা বেশি থাকে।