প্রযুক্তির জগতে অন্যতম আশ্চর্য জনক আবিষ্কার এআই (AI)। মানুষের মস্তিষ্কের মতো কাজ করে এই কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি (Artificial Intellegence)। এরই অন্নতম উদাহরণ চ্যাটজিপিটি (ChatGPT)। এই চ্যাটজিপিটিকে টেক্কা দিতে গুগল নিয়ে এসেছে এআই চ্যাটবট বার্ড (Chatbot Bird)। যা বর্তমানে লাখ লাখ মানুষ ব্যবহার করছেন। সেই কারণেই ব্যবহারকারীদের সুবিধার্তে আরও আপডেট করতে ব্যস্ত চ্যাটজিপিটি। এতদিন চ্যাটজিপিটির কোনো মোবাইল অ্যাপ নেই। ওয়েব ভিত্তিক ইটারফেসেই চলতো চ্যাটজিপিটি।
কিছুদিন আগেই আইওএস-এর জন্য অ্যাপ নিয়ে আসে চ্যাটজিপিটি। এখন অ্যান্ড্রয়েড মাধ্যমেও লঞ্চ হতে চলেছে ওপেনএআই-এর অ্যাপ চ্যাটজিপিটি। এরই মধ্যে গুগল প্লে স্টোরের তালিকায় এই অ্যাপের নাম দেখা গিয়েছে।জেনে নিন ডাউনলোড করার উপায়-
আরও পড়ুন: Water Connection | ইলেকট্রিক মিটার দেখে পানীয় জলের সংযোগ দেওয়া হবে