আট বছর পর নতুন রূপে গুগল ক্রোম(google chrome)। লোগো বদলাল বিশ্বের টেক জায়েন্টের অন্যতম গুগলের(Google) এই ক্রস প্ল্যাটফর্ম ওয়েব ব্রাউজার। তবে খুব মন দিয়ে কাছ থেকে না দেখলে চট করে এই বদল বুঝতে পারবেন না। আসলে গুগল ক্রোমের লোগোতে যে তিনটি রঙ ও মাঝখানের নীল রঙয়ের বৃত্তটি রয়েছে আগের তুলনায় এবার আরও উজ্জ্বল হয়েছে। এছাড়া আগের লোগোগুলিতে যে শ্যাডো এফেক্টের ব্যবহার ছিল এবারে সেই শ্যাডো সরিয়ে ফেলা হয়েছে।
২০০৮ সালে এই নেট দুনিয়ায় প্রবেশ এই ব্রাউজারের। সেই তখন থেকেই লোগোর ডিজাইন ও প্রধান বিষয়গুলি অপরিবর্তিত রয়েছে। শুধু ২০১১ ও ২০১৪ তে সাময়িক কিছু বদল ঘটলে মূল রূপ একই থাকে।
Some of you might have noticed a new icon in Chrome’s Canary update today. Yes! we’re refreshing Chrome’s brand icons for the first time in 8 years. The new icons will start to appear across your devices soon. pic.twitter.com/aaaRRzFLI1
— Elvin ? (@elvin_not_11) February 4, 2022
২০২২-এর বদলটির কথা ক্রোম ডিজাইনার নিজে না জানালে হয় আরও কয়েকদিন অধরা থেকে যেত এই বদল। তাঁর টুইটার (Twitter)অ্যাকাডন্ট থেকে লোগোর ডিজাইন(logo designs) বদলের বিষয়টি বিষদে জানান ডিজাইনার এলভিন হু (designer Elvin Hu)। তিনি টুইটে লেখেন, ”আপনারা অনেকেই নিশ্চই ক্রোমের ক্যানারি আপডেটে নতুন একটা আইকন লক্ষ্য করেছেন। হ্যাঁ! আমরা আট বছরে এই প্রথম ক্রোমের ব্র্যান্ড আয়কন রিফ্রেশ করছি। এই নতুন সব আইকন শীঘ্রই আপনাদের ডিভাইসে দেখতে পারবেন।”
ক্রোম ক্যানারি কি?
এই গুগল ক্রোম ক্যানারি(Google chrome canary) হল ক্রোম ব্রাউজারের একটি ভার্সান যেখোনে ক্রোমর র ব্রাউজার নিয়ে নানা রকম পরীক্ষা নিরিক্ষা চালান ডেভলপাররা। এখানেই গুগল ক্রোমের অ্যালফা ভার্সানের(Chrome alpha version) নিত্যনতুন যে সব আপডেট(latest updates) করা হয় সেই সব ফিচার ডেভলপাররা(developers) এই ক্রোম ক্যানারিতে করেন।
We simplified the main brand icon by removing the shadows, refining the proportions and brightening the colors, to align with Google’s more modern brand expression. pic.twitter.com/Hyig51gqJq
— Elvin ? (@elvin_not_11) February 4, 2022
অপর একটি টুইটে এলভিন হু(Elvin Hu) আরও বলেন, “আমরা ব্র্যান্ড আইকনটি থেকে শ্যাডো সরিয়ে এমন ভাবে আইকনে ব্যবহৃত তিনটি রং আরও উজ্জ্বল করেছি যাতে এটা গুগলের অত্যা আধুনিক অভিব্যক্তির সঙ্গে মানানসই হয়।”