কলকাতা: বর্তমানে আমজনতার জন্য আধার কার্ড (Aadhaar Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারি অথবা বেসরকারি প্রকল্পের সুবিধা থেকে শুরু করে ব্যাঙ্কের কাজ, পরিচয় পত্র থেকে শুরু করে ঠিকানা, জন্মতারিখ ইত্যাদি একাধিক প্রমাণ পত্র হিসাবে কাজ করে আধার কার্ড। তবে আধার কার্ডের ছবি বেশিরভাগ মানুষেরই খুব খারাপ। আধার কার্ডের ছবি দেখে অনেকে অনেক সময় নিজেকেই চিনতে পারেন না। তবে, চিন্তার কোনও কারণ নেই। খুব সহজেই আধার কার্ডের ছবি বদল করা সম্ভব। দেখে নিন কীভাবে?
১) আধার কার্ডে ফটো আপডেট করতে, প্রথমে আপনাকে UIDAI অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে।
২) এবার আপনাকে আধার বিভাগে যেতে হবে এবং আধার এনরোলমেন্ট ফর্মে ক্লিক করতে হবে। এতেই আপনি আপডেট ফর্মের অপশন পাবেন। সেটিতে ক্লিক করলেই আপনি ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন।
৩) এখন আপনাকে ফর্মটিতে যা যা কিছু লেখার, সেই সব লিখে পূরণ করতে হবে এবং স্থায়ী তালিকাভুক্তি কেন্দ্রে জমা দিতে হবে।
আরও পড়ুন:Katrina Kaif | জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসলেন ক্যাটরিনা কাইফ
৪) এখানে আপনার বায়োমেট্রিক নেওয়া হবে। অর্থাৎ আপনার চোখের ছবি, আঙুলের ছাপ নেওয়া হবে।
৫) পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে আপনাকে 100 টাকা জমা দিতে হবে।
৬) এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরে, আপনাকে একটি স্লিপ দেওয়া হবে যেখানে URL থাকবে।
৭) আপনি এই URL ব্যবহার করে আপডেট চেক করতে পারবেন।
8) এরপর আপনার আধারের ছবি আপডেট করা হবে।