সম্প্রতি ভারতে লঞ্চ হতে চলেছে BMW-India X5 SUV-এর ফেসলিফ্ট সংস্করণ। যার দাম ৯৩.৯০ লক্ষ টাকা। সেই সঙ্গে পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের সুবিধা-সহ মাইল্ড-হাইব্রিড সিস্টেম রয়েছে গাড়িটিতে। অত্যাধুনিক প্রযুক্তির এই গাড়িতে আরও কী কী সুবিধে রয়েছে দেখেনিন এক নজরে।
X5 ফেসলিফ্টের ভিতরে একটি নতুন টুইন-স্ক্রিন প্যানেল রয়েছে। রয়েছে, ১২.৩ -ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সেই সঙ্গে এই SUV তে পাবেন একটি গ্লাস টগল সুইচ, একটি হারমন কার্ডন মিউজিক সিস্টেম, একটি হেড-আপ ডিসপ্লে, হিটিং ফাংশন সহ স্পোর্টস সিট এবং এম স্পোর্ট ট্রিমে ভেন্টিলেটেড সিটস রয়েছে। BMW এই গাড়িতে ড্রাইভার অ্যাসিস্ট সিস্টেমও দিয়েছে। যার মধ্যে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, 360-ডিগ্রি ক্যামেরা সহ পার্কিং সহায়তা, রিভার্স অ্যাসিস্ট, স্মার্টফোনের মাধ্যমে রিমোট পার্কিং এবং ড্রাইভ রেকর্ডিংয়ের মতো বৈশিষ্ট্য রয়েছে। যাত্রী সুরক্ষার জন্য রয়েছে ছয়টি এয়ারব্যাগ।
আরও পড়ুন: Baaghi 4 | Tiger Shroff | সাজিদের সঙ্গে ফের জুটি বাঁধছেন টাইগার শ্রফ,ফ্লোরে আসছে ‘বাগি ৪’
BMW X5 ফেসলিফট xDrive 40i xLine-এর দাম ৯৩.৩০ লক্ষ টাকা। xDrive 30d xLine ভেরিয়েন্টের দাম ৯৫.৯০ লক্ষ টাকা, xDrive 40i M Sport-এর দাম ১.০৫ কোটি টাকা এবং xDrive 30d M Sport-এর দাম ১ কোটি টাকা।
X5 ফেসলিফ্ট xDrive 40i ভেরিয়েন্টটি একটি ৩.০-লিটার, স্ট্রেইট-সিক্স পেট্রোল ইঞ্জিন পায় যা 381hp শক্তি এবং 520Nm টর্ক জেনারেট করে। আর xDrive 30d ভেরিয়েন্টটি একটি 3.0-লিটার, স্ট্রেইট-সিক্স ডিজেল ইঞ্জিন পায় যা 286hp শক্তি এবং 286hp শক্তি উৎপন্ন করে।