কলকাতা: বর্তমান যুগে দাঁড়িয়ে মোবাইল ফোন (Mobile Phone) ছাড়া এখন কেউই নিজের জীবন কল্পনা করতে পারে না। আর এই মোবাইল নম্বর হয়ে উঠেছে প্রত্যেকের ছায়া সঙ্গী। ব্যাংক, বা অফিস অন্য গুরুত্বপূর্ণ স্থানে আমাদের মোবাইল নম্বর (Mobile Number) দিতে হয়। কারণ এই নম্বরেই সমস্ত ওটিপি (OTP) আসে। কিন্তু কোনও ভাবে সেই একই নম্বরের সিম অন্য কোনও ব্যক্তির হাতে চলে যায় তাহলেই সর্বনাশ! অনেক ক্ষেত্রে দেখা যায়, সিম (Sim Card) একজনের নামে রয়েছে, আর সেই নম্বর ব্যবভার করছে অন্য কেউ। আর এভাবেই অনেক সাধারণ গরীব মানুষ জালিয়াতির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন। আপনার সঙ্গেও কিন্তু এরকম প্রতারণা হতে পারে। পুরোও এই কৌশলটিকে বলা হয় সিম সোয়াপিং।
জালিয়াতি সফল করার জন্য প্রতারকরা প্রথমে টার্গেট করা ইউজারের একাধিক তথ্য সংগ্রহ করে। তারপর ওই ইউজারের ভান করে বা ছদ্ম বেশে ব্যাঙ্কে ফোন করে একাধিক তথ্য জোগাড় করে। তথ্য পেয়ে গেলে একটি ভুয়ো পরিচয়পত্র বানিয়ে টেলিকম সংস্থার অফিসে যায়। সেখানে গিয়ে তারা বলে সিম চুরি হয়ে গেছে ব্লক করতে হবে। টেলিকম সংস্থাকে আপনার সম্পর্কে একাধিক বিবরণ দেবে তারা। এই ভাবে আপনার নামে একটি সিম নিয়ে নেবে এবং আপনার নম্বরটি ব্লক করে দেওয়া হবে। আপনি যতক্ষণে বুঝতে পারবেন ততক্ষণে আর্থিক প্রতারণার শিকার হয়ে যাবেন আপনি। মোবাইল নম্বরে ওটিপি পাঠিয়ে ব্যাঙ্ক থেকে টাকাও তুলে নিতে পারে। এই প্রতারণা থেকে সতর্ক করার জন্য একাধিক সাবধানবাণী জারি করেছে ব্যাঙ্কগুলি।
আরও পড়ুন:Tollywood | Actress | নায়িকা নয়, খলনায়িকা হয়ে কেরিয়ার শুরু করেছেন টলিউডের যেসব নায়িকারা