জন্ম থেকে বিগত ১৭ বছর ধরে টুইটারের (Twitter) লোগো (Logo) ছিল নীল রঙের পাখি (Blue Bird)। এবার রাতারাতি বদলে গেল সেই লোগো। সেখানে ব্লু বার্ডের পরিবর্তে দেখে যাচ্ছে একটি হলুদ কুকুরের ছবি। হঠাৎ করে কেন এই পরিবর্তন? সেই নিয়ে কিছু জানায়নি টুইটার কর্তৃপক্ষ। তবে হঠাৎ নীল পাখি থেকে কুকুরের ছবি দেখায় অনেকেই বিভ্রান্তিতে পড়েছেন।
বিশ্বের সবচেয়ে বড় ধনকুবের ইলন মাস্ক নিজের সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আপলোড করেছিলেন। সেখানে দেখা যাচ্ছিল, একটি টেবিলে টুইটারের লোগো আঁকা কাযোগে পত্র ছড়িয়ে রয়েছে। বেশ গম্ভীর চেহারায় চেয়ারে বসে আছে ইলন মাস্কের পোষ্য ফ্লোকি। গায়ে চাপানো ফুলহাতা টি-শার্ট। বুকের উপর লেখা রয়েছে সিইও। সেই ছবি পোস্ট করে টুইটারে মাস্ক লেখেন, ‘নতুন সিইও অসম্ভব রকমের ভালো। আগের যে সিইও ছিলেন, তার চেয়ে ঢের বেশিই’।
আরও পড়ুন: Chengiz | Jeet | Susmita Chatterjee | Rajesh Ganguly | ইদে আসছে ‘চেঙ্গিজ’ , মুক্তি পেল ছবির ট্রেলার
সংখ্যার হিসাব-নিকাশের ব্যাপারেও তার পোষ্যর তুলনা নেই বলে দাবি করেন মাস্ক। তবে কেন এমন পোস্ট করেছিলেন মাস্ক তা জানা যায়নি। তবে এখন টুইটারের লোগো বদলে যাওয়ার পর থেকে সেই ছবি নতুন করে জল্পনার সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন লোগো বদলের চিন্তা থেকেই সেই টুইট।
— Elon Musk (@elonmusk) April 3, 2023
এবার নতুন একটি টুইটে যে ছবি পোস্ট করেন মাস্ক, সেখানে দেখা যাচ্ছে গাড়িতে করে যাচ্ছে একটি কুকুর। পুলিশকে আইডি কার্ড দেখাচ্ছে সেখানে তার ছবি ছিল ব্লু বার্ড। কার্টুন ছবিটিতে দেখা যাচ্ছে কুকুরটি বলছে সেটি তার পুরোনো ছবি। তবে শুধু ডেস্কটপ ভার্সনেই এই লোগো দেখা যাচ্ছে। আইওএস এবং অ্যান্ড্রয়েডে লোগো বদল হয়নি।
বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে আলোচনায় আছে টুইটার। গত বছর ইলন মাস্কের মালিকানায় আসার পর থেকে সমালোচনা পিছু ছাড়ছে না টুইটারের। একের পর এক কর্মী ছাঁটাই, একের পর এক নতুন আপডেটের কারণে বরাবরই খবরের শিরোনামে থেকেছেন ইলোন মাস্ক।