অক্টোবরেই ভারতে ফাইভজি মোবাইল পরিষেবার (5G Mobile Service in India) সূচনা হয়েছে। কিন্তু তার আগে থেকেই ভারতে ৫জি মোবাইল (5G Enabled Mobile) বিক্রি শুরু হয়ে গিয়েছে। সেই দৌড়ে অন্যতম মোবাইল নির্মাতা সংস্থা অ্যাপল (Apple Inc.)। অ্যাপল তাদের আইফোন ১২ সিরিজ (iPhone 12 Series) থেকে ফাইভজি মোবাইল বাজারে এনেছে। এই মুহূর্তে ভারতের মোবাইল সার্ভিস প্রোভাইডারদের (Mobile Service Provider) মধ্যে এয়ারটেল এবং জিও (Airtel & JIO) ৫জি পরিষেবা দিচ্ছে সীমিত সংখ্যক অঞ্চলে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ভারতের সর্বত্র ৫জি পরিষেবা পৌঁছে যাবে বলে প্রত্যাশাও রয়েছে। এয়ারটেল এবং জিও’র সঙ্গে ফাইভজি পরিষেবা দেওয়ার দৌড়ে রয়েছে ভিআই (Vi) অর্থাৎ আগেকার ভোডাফোন আইডিয়া। তবে এখনও পর্যন্ত দিনক্ষণ ঘোষণা করেনি এই মোবাইল ক্যারিয়ার সংস্থা।
আইফোন ইউজাররা নভেম্বর মাস থেকেই ফাইভজি সফটওয়্যারর আপডেটের (5G Software Update) অপেক্ষায় রয়েছেন। সংশ্লিষ্ট সিরিজের আইফোনে আইওএস ১৬ (iOS 16) অনেক আগেই এসে গিয়েছে। ডিসেম্বরের শুরুতেই আইওএস ১৬.১ আপডেট (iOS 16.1 Update) পাঠানো হয়েছে। ডিসেম্বরের শেষে আইওএস ১৬.২ স্টেবল ভার্সনে আসার কথা। এই আপডেট এলে ৫জি পরিষেবা ব্যবহার করতে পারবেন সংশ্লিষ্ট আইফোন ইউজাররা। স্টেবল ভার্সন (Stable Version) সবার জন্য উপলব্ধ করার আগে আইওএস ১৬.২ আরসি (iOS 16.2 Release Candidate – RC) ভার্সন নির্দিষ্ট ইউজারদের জন্য উপলব্ধ করেছে টেক জায়ান্ট অ্যাপল। এই আপডেট আসার অর্থ হল সমস্ত প্রযোজ্য আইফোন রেডি ফাইভজি পরিষেবার জন্য এবং প্রস্তাবিত সময় মতোই সংশ্লিষ্ট আইফোনে আপডেট আসতে চলেছে।
আরও পড়ুন: Zodiac Signs: জেনে নিন কোন কোন রাশির জাতকরা সহজে ক্ষমা করতে পারেন না কাছের মানুষের ভুল?
নতুন যে আপডেট আসবে আইফোনে, তাতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন (End-to-End Encryption) আসবে আইক্লাউড ডেটা (iCloud Data)-র ক্ষেত্রে। এর মানে কোনও সংশ্লিষ্ট ইউজার ছাড়া আইক্লাউড আর কেউ রিড অথবা ইন্টারসেপ্ট (Read or Intercept) করতে পারবেন না। এমনকি অ্যাপলও না। অ্যাডভান্সড ডেটা প্রোটেকশন-এর আওতায় অ্যাপল ডেটা ক্যাটেগরির সংখ্যা বৃদ্ধি করছে।
যে সমস্ত আইফোনে ৫জি আপডেট আসছে –
আইফোন ১২ মিনি (iPhone 12 Mini)
আইফোন ১২ (iPhone 12)
আইফোন ১২ প্রো (iPhone 12 Pro)
আইফোন ১২ প্রো ম্যাক্স (iPhone 12 Pro Max)
আইফোন ১৩ মিনি (iPhone 13 Mini)
আইফোন ১৩ (iPhone 13)
আইফোন ১৩ প্রো (iPhone 13 Pro)
আইফোন ১৩ প্রো ম্যাক্স (iPhone 13 Pro Max)
আইফোন ১৪ (iPhone 14)
আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus)
আইফোন ১৪ প্রো (iPhone 14 Pro)
আইফোন ১৪ প্রো ম্যাক্স (iPhone 14 Pro Max)
আইফোন এসই ২০২২ (iPhone SE 2022)