অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS), দুই ধরনের মোবাইল অপারেটিং সিস্টেম (Mobile Operating System) প্ল্যাটফর্মের জন্যই হোয়াটসঅ্যাপ (WhatsApp) নানা ধরনের আপডেট (Update) নিয়ে আসে মাঝেমধ্যে। আবার অনেক সময়তে কেবলমাত্র অ্যান্ড্রয়েডের জন্য কিছু ফিচার আপডেট এনে থাকে মেটা পরিচালিত এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম (Instant Messaging Platform), কখনও আবার আইফোনের জন্য নির্দিষ্ট করা কিছু আপডেট পাঠানো হয়ে থাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে দুই প্ল্যাটফর্মের জন্য উপলব্ধ করা হয় সমস্ত আপডেট। সম্প্রতি অ্যান্ড্রয়েডের স্মার্টফোন ইউজারদের (Android Smatphone Users) জন্য মেসেজ এডিট অপশন দেওয়ার কথা ঘোষণা করে। এবার এই ফিচার অ্যাপল আইফোনেও (Apple iPhone) আসতে চলেছে।
হোয়াটসঅ্যাপ আজ শুধুমাত্র ফ্রেন্ডলি চ্যাটের মধ্যেই সীমিত নেই, অফিসিয়াল এবং ব্যবসা-সংক্রান্ত কাজেও আমরা ব্যবহার করে থাকি। এমনও হয় যে আমরা অনেক সময়তেই তাড়াহুড়োতে ভুলবশত টাইপ করে ফেলি অন্যকিছু। কখনও সেটা আমরা খেয়াল করি, আবার কখনও তা চোখেই পড়ে না। চোখে পড়লে, সেই ভুলটা শুধরানোর জন্য আমরা সঠিক জিনিসটা লিখে দিই। ফলে চ্যাট লিস্ট যেমন লম্বা হয়ে যায়, আবার বিষয়টা অনেকটা তার গুরুত্বও হারিয়ে ফেলে। ফলে ইউজাররা বহুদিন ধরেই চাইছিলেন ফেসবুকের মতো এখানেও সেন্ড মেসেজে এডিট অপশন থাকা উচিত।
আরও পড়ুন: Bolly celebs shower love on new parents Ranbir & Alia : রনবীর-আলিয়াকে বলিপাড়ার শুভেচ্ছা
সেন্ড মেসেজ এডিট (Send Message Edit) সংক্রান্ত আপডেট এখন কেমবলমাত্র অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের বিটা টেস্টারদের (Beta Testers) দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহেই এই নতুন আপডেট আসবে আইওএস প্ল্যাটফর্মের বিটা টেস্টারদের জন্য। তার সঙ্গে আসবে আরও অনেক নতুন ফিচার্স। মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে ইউজার তা এডিট করতে পারবেন এবং সংশ্লিষ্ট মেসেজের তলায় এডিটেড (Edited) বলে লেখা থাকবে।
তবে নতুন আসতে চলা এই আপডেট শুধুমাত্র টেক্স মেসেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কোনও ইমেজ (Image), ভিডিও (Video) এবং ডকুমেন্টেসের (Documents) সঙ্গে পাঠানো কোনও ক্যাপশন পরিবর্তন করা যাবে না। তবে ভবিষ্যতে সেই সুবিধাও হোয়াটসঅ্যাপ আসবে।