কলকাতা টিভি ওয়েব ডেস্ক: তীব্র গরমে তেতেপুড়ে যাচ্ছে রোম। একটু বেলা হলেই রাস্তাঘাট প্রায় জনমানবশূন্য হয়ে পড়ছে। কাঠফাটা গরমে ছটফট করছে চিড়িয়াখানার জন্তু-জানোয়াররাও। চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং কর্মীরা জন্তু-জানোয়ারদের ঠান্ডা রাখার জন্য সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কখনও তাদের ডিপ ফ্রিজে রাখা ফল খাওয়ানো হচ্ছে। আবার কখনও বরফ-ঠান্ডা জলে স্নান করানো হচ্ছে। এই জন্তু-জানোয়ারদের নিয়ে রীতিমতো দিশাহারা কর্তৃপক্ষ। কী করে তাদের একটু শান্ত রাখা যায়, তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন চিড়িয়াখানার কিপাররা। গরমের চোটে বিভিন্ন জন্তুর ছটফটানি দেখে কিপারদেরও মন ভালো নেই।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী কয়েকদিনেও তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। রীতিমতো তাপপ্রবাহ চলছে রোম শহরে। আবহাওয়াবিদদের সতর্কবার্তা শুনে উদ্বেগে পড়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাই যেভাবে পারা যাচ্ছে সেভাবেই বিভিন্ন খাঁচা, পশুপাখিদের থাকার জায়গাগুলি ঠান্ডা রাখার চেষ্টা চলছে।
আরও পড়ুন: Calcutta High Court: ডিজি-সহ একাধিক পুলিস কর্তার বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের
ডিপ ফ্রিজে রাখা ফল খেতে পেয়ে বেজায় খুশি চিড়িয়াখানার বাসিন্দা জাপানি বাঁদররা। আবার বাঘের তল্লাটে ঝুলিয়ে দেওয়া হয়েছে বিশাল বরফের চাঁই। গরমের হাত থেকে রেহাই পেতে বাঘেরা সেই বরফে গা ঘষাঘষি করছে। হাতিদের স্নান করানো হচ্ছে ঠান্ডা জলে। কখনও তাদের নামিয়ে দেওয়া হচ্ছে জলাশয়েও। এমনই অবস্থা যে জল থেকে তারা আর উঠতেও চাইছে না। সম্প্রতি রোম শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ুর পরিবর্তনের প্রভাবেই এই অবস্থা। এর জন্যই পশুপাখি, জন্ত-জানোয়ারদের নিয়ে চিন্তায় পড়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এর মধ্যে পশুপাখিরা গরমে অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাবে বলে মনে করছেন পশুপ্রেমীরা।