মস্কো: সত্যিই কি জীবিত ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন (Yevgeny Prigozhin )? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও ফাঁস হতেই এই প্রশ্ন উঠছে। গত সপ্তাহেই রাশিয়ায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওয়াগনার গ্রুপের (Wagner Group) প্রধান ইয়েভগেনি প্রিগোজ়িনের (Yevgeny Prigozhin)। অনেকের অনুমান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন(Vladimir Putin)-ই সরিয়ে ফেলেছেন পথের কাটা প্রিগোজ়িনকে। ওয়াগনার গ্রুপের প্রধানের মৃত্যুর এক সপ্তাহ কাটতে না কাটতেই সামনে এল ওয়াগনার গ্রুপের নতুন প্রধান হল আন্দ্রে আভেরিয়ানভ (Andrey Averyanov)। রাশিয়ার গোয়েন্দা বাহিনীর প্রধান তিনি। এর মাঝেই ভাইরাল হয়েছে সদ্য মৃত প্রিগোজিনের একটি ভিডিও।
ওই ভিডিওতে সুস্থ রয়েছেন বলে বার্তা দিচ্ছেন খোদ ওয়াগনার প্রধান। তাঁকে বলতে শোনা গিয়েছে, যাঁরা আলোচনা করছেন, আমি জীবিত না মৃত, কেমন আছি, তাঁদের জন্য আমার বার্তা ভাল আছি। আগস্টের দ্বিতীয় সপ্তাহ। আমি আফ্রিকায় রয়েছি। ভিডিওবার্তায় এমনটাই জানিয়েছেন প্রিগোজিন।
আরও পড়ুন: রেলবোর্ড পেল প্রথম মহিলা চেয়ারম্যান
A video of Prigozhin appeared that is reportedly filmed in Africa not long before his death.
“So, fans of discussing my death, intimate life, earnings, etc., I am doing fine,” Prigozhin says. pic.twitter.com/UcIKpgLNZi— Anton Gerashchenko (@Gerashchenko_en) August 31, 2023
উল্লেখ্য, ২৩ আগস্ট বিমান দুর্ঘটনায় প্রিগোজিনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী এক বেসরকারি সংস্থার এমব্রেয়ার লিগ্যাসি বিমান তেভর এলাকার কুজেনকিনো গ্রামের কাছে ভেঙে পড়ে। ওই বিমানে পাইলট সহ ১০ জন ছিলেন। মৃতদের তালিকায় প্রিগোজিনও (Yevgeny Prigozhin) ছিল। এই দুর্ঘটনার পরে প্রিগোজিনের আদৌ মৃত্যু হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও, চলজানা গিয়েছে প্রিগোজিনের মৃত্যু হয়েছে। প্রিগোজিনের মৃত্যুর পিছনে প্রেসিডেন্ট পুতিনেরই হাত রয়েছে। যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর পরই জেনারেল আন্দ্রে আভেরিয়ানভকে ওয়াগনার বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য নিয়োগ করেছে মস্কো। এরপরই প্রিগোজিন বেঁচে আছে সেই ভিডিও ভাইরা্ল হয়েছে।