ওয়েব ডেস্ক : অবসর নিতে চলেছেন চিনের (China) প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)! একাধিক সংবাদমাধ্যাম দাবি করেছে, ২০২৭ সালের পর চিনের প্রভাবশালী নেতাকে পাঠানো হতে পারে অবসরে। চিনের কমিউনিস্ট পার্টি পলিটব্যুরো মিটিংয়ে সম্প্রতি এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার কারণে গদি টলমল করতে শুরু করেছে শি জিনপিং-এর।
গত ১৩ বছর ধরে চিনের সর্বেসর্বা নেতা হলেন শি জিনপিং (Xi Jinping)। আজীবন চিনের সর্বোচ্চ নেতা হিসাবে থেকে যাওয়ার জন্য সমস্ত রাস্তা পরিস্কার করে রেখেছিলেন তিনি। এর জন্য সংবিধান সংশোধনও করেছিলেন তিনি। ২০১৮ সালে এ নিয়ে বিল পাশ করেছিয়েছিলেন জিনপিং। তবে ২০২৭ সালের পর তিনি আর প্রেসিডেন্ট পদে থাকবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এই সব কারণে শি জিনপিং-এর আন্তর্জাতিক উপস্থিতি এখন অনেকটা কমই দেখা যাচ্ছে।
আরও খবর : ব্রিকস সম্মেলনে নেই শি ও পুতিন, জোর জল্পনা আন্তর্জাতিক মহলে
মূলত অনেক আগেই পদ ছাড়ার কথা ছিল চিনের (China) প্রেসিডেন্টের। তবে চিনের সংসদে বিল পাশ করিয়ে সেই সব রাস্তা পরিস্কার করে রেখেছিলেন তিনি। এর ফলে চিনে যে নতুন নিয়ম তৈরি হয়েছিল যার ফলে বেশ কয়েক বছর ধরে দেশ, দল ও সেনার সর্বাধিনায়ক হয়ে রয়েছেন জিনপিং। ২০২৭ সালে চিনের প্রেডিডেন্টের তৃতীয় মেয়াদ শেষ হচ্ছে। শোনা যাচ্ছে, এর পরেই তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে।
গত ৩০ জুন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করা হবে। তারপরেই এবার শোনা যাচ্ছে, অবসরে পাঠানো হতে পারে শি জিনপিংকে (Xi Jinping)। এই জল্পনার অন্যতম কারণ হল, বর্তমানে চিনের বর্তমান প্রেসিডেন্টকে তেমন প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এমনকি ব্রাজিলে হয়ে চলা ব্রিকস সম্মেলনেও যোগ দিচ্ছেন না তিনি। এইসব কারণে আন্তর্জাতিক মহলে আরও জোর জল্পনা শুরু হয়েছে।
দেখুন অন্য খবর :