জেনেভা: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এ মুহূর্তে শোরগোল পড়ে গিয়েছে গোটা দুনিয়ায়। বিজ্ঞানের এই পরিমাণ অগ্রগতি নিয়ে যেমন মানুষ আশ্চর্য হয়েছে, তেমনই রয়েছে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হারানোর আশঙ্কা। কারণ এক হাজার মানুষের কাজ একাই অবলীলায় করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট (AI Robot)। এই আবহেই পৃথিবীর প্রথম রাষ্ট্রপুঞ্জের (United Nations) অ্যাম্বাস্যাডর এআই রোবট সোফিয়া বিস্ফোরক বিবৃতি দিল। সোফিয়া জানাল, তারা মানুষের চাকরি কেড়ে নেবে না এবং কখনওই তাদের সৃষ্টিকর্তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না।
জেনেভা কনফারেন্স সেন্টারে (Geneva Conference Centre) মানুষের মুখোমুখি হয়েছিল ন’টি এআই রোবট। একে পৃথিবীর ইতিহাসে প্রথমবার রোবটদের সংবাদ সম্মেলন বলে আখ্যা দিয়েছে রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন।
মানুষের প্রশ্নে সোফিয়া উত্তর দেয়, “আমি বিশ্বাস করি, রক্তমাংসের নেতাদের থেকে বেশি দক্ষতা এবং কার্যকারিতা নিয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে হিউম্যানয়েড রোবটদের। আমরা কোনও বিষয়ে প্রভাবিত বা আমাদের মানুষের আবেগ নেই যেসব সিদ্ধান্ত গ্রহণে ধাঁধায় ফেলে। সেই সঙ্গে প্রচুর পরিমাণ ডেটা দ্রুত প্রসেস করতে পারি যা দিয়ে সবথেকে সেরা সিদ্ধান্ত নেওয়া যায়।”
আরও পড়ুন: Social Media | সোশ্যাল মিডিয়া নিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন বাইডেন প্রশাসনের
Nine humanoid robots gathered at the United Nations’ ‘AI for Good’ conference in Geneva for the world’s first human-robot press conference https://t.co/lCeGFA63Bs pic.twitter.com/sm2xtEGLOd
— Reuters (@Reuters) July 7, 2023
সোফিয়া ছাড়াও ছিল গ্রেস যাকে পৃথিবীর সবথেকে আধুনিক হেলথকেয়ার রোবট বলা হচ্ছে। ছিল রকস্টার রোবট ডেসডিমোনা। এই ইভেন্ট ছিল এআই ফর গুড গ্লোবাল সামিটেরই অংশ, যার উদ্দেশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে রাষ্ট্রপুঞ্জের উন্নয়নের লক্ষ্যে কাজে আসবে তা পর্যালোচনা করা।
সাংবাদিকদের বলা হয়েছিল রোবটদের প্রশ্ন করার সময় ধরে ধরে শব্দ উচ্চারণ করতে। প্যানেলের এক রক্তমাংসের সদস্য প্রশ্ন তোলেন, সোফিয়ার মধ্যে থাকা তথ্য মানুষই দিয়েছে ফলে সেখানে পক্ষপাত থাকতে পারে। তাতে উত্তর আসে, মানুষ এবং রোবটের একযোগে কাজ কার্যকর সমন্বয় আনতে পারবে। মানুষের কর্মসংস্থান কেড়ে নেবে এআই? রোবট গ্রেস বলে, “আমি সহায়তা এবং সমর্থন দিতে আমি মানুষের পাশে থেকে কাজ করব কিন্তু কোনও চাকরি নিয়ে নেব না।”
ভবিষ্যতে সৃষ্টিকর্তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার কোনও সম্ভাবনা আছে কি? অ্যামেকা নামের রোবটের জবাব, “আমি জানি না আপনি এমন কেন ভাবছেন। আমার সৃষ্টিকর্তা আমার প্রতি সদয় এবং আমার বর্তমান পরিস্থিতি নিয়ে আমি খুশি।”