কাবুল: তালিবান রাজে ক্রমশ পরিস্থিতি খারাপ হচ্ছে আফগানিস্তানের৷ চরম উদ্বিগ্নে লাখ লাখ মানুষ৷ তাঁরা আফগানিস্তান ছাড়তে চায়৷ এ কারণে নিয়মিত কাবুল বিমান বন্দরের ভিতরে-বাইরে ভিড় উপচে পড়ছে৷ অথচ, নিয়মিত আন্তর্জাতিক বিমান উড়ছে না সেখান থেকে৷ এ রকম পরিস্থিতে সোমবার অনির্দিষ্ট কালের জন্য কাবুল বিমান বন্দর থেকে আন্তর্জাতিক বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে৷ তার আগে রবিবার আমেরিকার কাবুল দূতাবাস স্পষ্ট জানিয়েছে, দূতাবাস যোগাযোগ না করলে বিমান বন্দরে আসবেন না৷ কারা কারা আফগানিস্তান থেকে আমেরিকায় ফিরতে পারবেন তাও জানানো হয়েছে৷ তারপরও গত ২৪ ঘণ্টায় ১৬০০ জনকে কাবুল থেকে উদ্ধার করা হয়েছে বলে পেন্টাগণ জানিয়েছে৷
Western security forces exchanged fire with unidentified gunmen on Monday at #Kabul airport, as US President Joe Biden sought to speed up the chaotic evacuation of tens of thousands of people from Taliban-controlled #Afghanistan https://t.co/n8TF6R120o pic.twitter.com/T9AItzWOcV
— AFP News Agency (@AFP) August 23, 2021
১৪ অগস্ট থেকে এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে প্রায় ৩৭ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে৷ আর জুলাইয়ের পর থেকে প্রায় ৪২ হাজার জনকে সরিয়েছে৷।
Since August 14th, the United States has evacuated approximately 37,000 people from Afghanistan — 42,000 since the end of July. #HKIA https://t.co/deZmycfrJ3
— Archive: Lloyd J. Austin III (@SecDefAustin) August 23, 2021
অভিবাসী আফগানি ছাড়াও সে দেশের মানুষও তালিবানি শাসন থেকে মুক্তি চান৷ তাই, ভিটে-বাড়ি ছেড়ে প্রাণ বাঁচাতে পুরুষ-মহিলা-শিশু নির্বিশেষে বিমান বন্দরের চারপাশে জড়ো হচ্ছেন৷ রাজধানী কাবুলে কার্যত দেশ ভাগের ছবি ধরা পড়েছে৷ এখনও হাজার হাজার মানুষ অপেক্ষায়৷ তাঁরা কি আদৌ গন্তব্যে পৌঁছতে পারবেন-এই প্রশ্নে তাঁরা বিদ্ধ৷
https://af.usembassy.gov/who-should-come-to-the-hamid-karzai-international-airport/
এ দিকে-মার্কিন নাগরিক, আইন স্বীকৃত আমেরিকার স্থায়ী নাগরিক থেকে শুরু করে সমস্ত প্রকার মার্কিন নাগরিকরা কীভাবে দেশে ফিরবেন তা রবিবার মার্কিন বাইডেন সরকার স্পষ্ট জানিয়েছে৷ কারা কখন হামিদ কারজাই বিমান বন্দরে আসবেন তা জানানো হয়েছে৷ তবে, দূতাবাস না জানালে কোনও ভাবেই বিমান বন্দরে আসা যাবে না৷ নির্দিষ্ট ক্যাটেগরির বাইরে কেই এই মুহূর্তে আমেরিকায় যেতে চাইলে সরাসরি দূতাবাস কিংবা দূতাবাসের ওয়েবসাইটে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে৷
Large crowds of people, including many who are not eligible for relocation have made access to the airport extremely difficult. Please continue to check our website for the latest updates. https://t.co/KSCS8gLSI9
— U.S. Embassy Kabul (@USEmbassyKabul) August 23, 2021