কাবুল: যতই দিন যাচ্ছে পরিস্থিতি ততই জটিল হচ্ছে আফগানিস্থানে। একদিকে রাজনৈতিক সংঘাত অব্যাহত। তখন অন্যদিকে ধীরে ধীরে ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিকাঠামো। তাই যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের স্বাস্থ্য পরিষেবায় পাশে দাঁড়াল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু।
সোমবার মাজার ই শরীফে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক বিপুল পরিমাণ মেডিক্যাল ‘কন্সাইনমেন্ট’ এল আফগানিস্তানে।
WHO continues to support health facilities in #Afghanistan.
Teams are on the ground to quickly dispatch these newly delivered medical supplies to where they are needed most across the country. #StayAndDeliver https://t.co/jX53s76zoE— World Health Organization (WHO) (@WHO) September 6, 2021
ওই কন্সাইনমেন্টে ৫৩ মেট্রিকটন সরঞ্জাম রয়েছে বলে জানা গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর ৭৮০ টি মেডিক্যাল কিটস এবং টি অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য ৫০ কিটস ওষুধ পত্র রয়েছে।
আরও পড়ুন: ফাহিমের মৃত্যুতে অডিও বার্তা মাসুদের, পাকিস্তানকে কাঠগড়ায় তুললেন বিদ্রোহী নেতা
আফগানিস্তান বিশ্বের এক বৃহত্তম মানবিক সংকটের মধ্য দিয়ে চলছে চলছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খাদ্য সংকট, খরা এবং মহামারীর প্রকোপও।বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর, আফগানিস্তানের ৩৪ টি প্রদেশে ৬৮৪ জন স্বাস্থ্য কর্মী রয়েছেন। তালিবান ক্ষমতায় আসার পর অধিকাংশ মহিলা স্বাস্থ্যকর্মী আর কাজে যোগ দেননি। আবার তাদের অনেকেই কাছ থেকে ইস্তফা দিয়েছেন। এমন পরিস্থিতিতে ঘোরসংকটে কাবুলিওয়ালার দেশে স্বাস্থ্য পরিষেবা।
জানা গিয়েছে, করোনার প্রকোপ বাড়ছে আফগানিস্তানে। সেই তুলনায় মাত্র ৫ শতাংশের মধ্যে ভ্যাকসিনেশন হয়েছে। ৩৯ মিলিয়ন জনসংখ্যার মধ্যে মাত্র ৫ শতাংশ যা অতি সামান্য। ইতিমধ্যেই দেড় লক্ষ ছাড়িয়েছে সংক্রমনের ঘটনা। মৃত্যু হয়েছে সাত হাজারেরও বেশি।
আরও পড়ুন: তালিবান শাসিত আফগানিস্তানের পাশে থাকার বার্তা রাষ্ট্রসঙ্ঘের
করোনা ছাড়াও আফগানিস্তানের আরও একটি বড় সমস্যা পোলিও ভাইরাস। আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানও পোলিও সমস্যায় দীর্ঘদিন ধরেই আক্রান্ত। এছাড়াও ডায়রিয়া, উচ্চ রক্তচাপ, প্রসবজনিত সমস্যা এবং অপুষ্টির মতো একাধিক রোগে জর্জরিত আফগানিস্তান।