কলকাতা: নতুন বছর শুরু হতে না হতেই ফের ভাইরাস আতঙ্ক। আবারও হটস্পট চীন (China)। আতঙ্ক ছড়িয়েছে দেশজুড়ে। নাম হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV। ইতিমধ্যেই স্টেট অফ এমার্জেন্সি ঘোষণা করেছে চীন। নতুন ভাইরাসের প্রাদুর্ভাব সংক্রান্ত বিষয়ে সঠিক তথ্য চেয়ে পাঠাল WHO। চীনের ক্রমবর্ধমান ভয়াবহতাকে দিকে নজর রেখে নয়া ভাইরাসকে ‘গ্লোবাল এমার্জেন্সি ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)।
আরও পড়ুন: জাঁকিয়ে শীতের রাজ! কাঁপছে বাংলা, কী পূর্বাভাস দিল হাওয়া অফিস? জানুন আপডেট
২০১৯ সালের শেষ দিক থেকে চীনে ছড়িয়ে ছিল করোনা ভাইরাসের দাপট। পরবর্তীতে এই মারণরোগ থাবা বসিয়েছিল গোটা বিশ্বে। কোভিডের স্মৃতি ফিকে হতেই নয়া আতঙ্ক HMPV নিয়ে।
HMPV-কে প্রথম শণাক্ত করা হয় ২০০১ সালে। নিউমোভিরিডি-র অন্তর্গত এই ভাইরাসের উপসর্গ সাধারণ সর্দি, কাশি, গলা ব্যথার মতো উপসর্গ। শিশু ও বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তাই আক্রান্ত হলে শারীরিক অবস্থার অবনতি হতে পারে। নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিসের মতো সমস্যাও দেখা দিতে পারে।
করোনা ভাইরাস ও HMPV কি এক?
ভিন্ন ভাইরাল হলেও দুই ভাইরাসের মধ্যে প্রজাতিগত দিক থেকে অনেক মিল রয়েছে।
১. দুই ভাইরাসই শ্বাসযন্ত্রে আঘাত হানে।
২. হাঁচি-কাশিতে ড্রপলেটের মাধ্যমে ভাইরাস ছড়ায়
৩. দুই ভাইরাসের উপসর্গ জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্টের মতো উপসর্গ।
৪. শিশু ও বয়স্কদের জন্য বিপজ্জনক
৫. ভাইরাস ঠেকাতে মাস্ক পরা, হাত ধোওয়া ও শারীরিক দূরত্বের সাবধানতা অবলম্বন করতে হবে।
দেখুণ আরও খবর:
The post চীনে অজানা ভাইরাস আতঙ্ক! বিশ্ব জুড়ে সতর্কতা জারি করল WHO first appeared on KolkataTV.
The post চীনে অজানা ভাইরাস আতঙ্ক! বিশ্ব জুড়ে সতর্কতা জারি করল WHO appeared first on KolkataTV.