মিলান : হাই নেক টি-শার্টের উপরে ব্লেজার। কালো রঙের শাড়ি। চোখে সানগ্লাস। কপালে লাল বড় টিপ। এক হাতে ছাতা। অন্য হাতে ব্যাগ। ইতালির মিলানের রাস্তায় এমনই পোশাকে দেখা গেল এক যুবককে। সেই ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল।
একজন পুরুষকে শাড়ি পরে ভিড় রাস্তায় ঘুরতে দেখে অবাক হয়েছেন সকলেই। কে এই যুবক, তা নিয়েও রীতিমতো হইচই শুরু হয়েছে। কেনই বা তিনি এরকম পোশাক পরে মিলানের রাস্তায় ঘুরছেন, তা নিয়ে হইচই। ওই যুবক নিজেই ছবিতে ক্যাপশন দিয়েছেন, অনুমান করুন তো বিশ্বের ফ্যাশন রাজধানীর রাস্তায় কে হাঁটছে!
জানা গিয়েছে, ওই ব্যক্তি একজন বাঙালি। কলকাতার বাসিন্দা পুষ্পক সেন। ইতালির ফ্লোরেন্সে ফ্যাশন মার্কেটিং ও কমিউনিকেশনস নিয়ে পড়াশোনা করেছেন। জীবনে এই প্রথম নয়। কলেজ জীবনে প্রায়শই শাড়ি পরতেন তিনি। এখন পড়াশোনার জন্যই ইতালিতে থাকছেন।
লিপস্টিক ও আইলাইনার পরে পুষ্পক
আরও পড়ুন : মঙ্গলসূত্রের বিজ্ঞাপনে আঘাত পেয়েছে হিন্দু ভাবাবেগ, সব্যসাচীকে আইনি নোটিস
পুষ্পক জানিয়েছেন, মিলানের রাস্তায় শাড়ি পরে ছবি তোলার মধ্যে বার্তা একটাই দিয়েছেন। বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছনো। এর আগেও লিপস্টিক ও আইলাইনার পরে ছবি তুলেছিলেন। যা বেশ ভাইরাল হয়েছিল। এবার ফের মিলানের রাস্তায় শাড়ি পরে হেঁটে নজর কাড়লেন বাঙালি যুবক পুষ্পক।