হ্যানয়: বার্ড ফ্লু (Bird Flu) দেখেছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ। বার্ড ফ্লুয়ে আক্রান্ত পোলট্রি মুরগি ভক্ষণে সে সময় ঝুঁকি দেখা দিয়েছিল। কিন্তু পক্ষীকুল থেকে মানবদেহে বার্ড ফ্লু সংক্রামিত হওয়ার ঘটনা ঘটেনি। তাতে মানুষের প্রাণহানিও হয়নি। গোটা দুনিয়াতেই এমন কোনও ঘটনা ঘটেনি। কিন্তু ভিয়েতনামে (Vietnam) ঘটল। সে দেশের এক ২১ বছর বয়সি ছাত্রের মৃত্যু ঘটল এইচ৫এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে। ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, পাখিদের থেকে মানুষে এই ভাইরাস সংক্রামিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: লন্ডনে ট্রাকের ধাক্কায় মৃত্যু ভারতীয় ছাত্রীর
জানা গিয়েছে, না ত্রাং বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র এইচ৫ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রক, খান হোয়া প্রদেশের স্বাস্থ দফতরকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে। এই ভাইরাস যাতে মানুষে সংক্রামিত না হয় সেদিকে কড়া নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ভিয়েতনামের ছ’টি প্রদেশ ও শহরে বার্ড ফ্লু প্রাদুর্ভাবের খবর জানা গিয়েছে।
While it’s unknown how he was infected, he reported catching wild birds around Lunar New Year. No reports of sick or dead poultry near his home.
— BNO News (@BNOFeed) March 25, 2024
মৃত ছাত্রটি কীভাবে সংক্রামিত হল তা এখনও জানা যায়নি, তবে সে নিজেই জানিয়েছিল, চান্দ্র নববর্ষে বনমুরগি ধরতে বেরিয়েছিল। তার বাড়ির কাছের কোনও পোলট্রিতে মুরগির অসুস্থ হওয়ার বা মৃত্যু ঘটার কোনও খবর নেই।
দেখুন অন্য খবর: