ওয়াশিংটন: তালিবান কাবুলের দখল নেওয়ার পরই দেশ ছেড়ে পালান আফগানিস্তানের প্রাক্তণ প্রেসিডেন্ট আশরফ ঘানি। দেশ ছেড়ে পালানোর সময় হেলিকপ্টারে বিপুল পরিমান অর্থ নিয়ে যেতে দেখা গিয়েছিল ঘানিকে। এবার সেই বিষয়টিকে নিয়ে বুধবার প্রশ্ণ তুললেন মার্কিন সেনেটের রিপাবলিকান মেরিক গারল্যন্ড। তিনি সরাসরি আশরফ ঘানির বিরুদ্ধে ১৬৯ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ এনে চিঠি লেখেন মার্কিন বিদেশ সচিব অ্য়ান্টনি ব্লিঙ্কেনকে। তিনি চিঠিতে স্পষ্ট জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের তহবিল থেকে বরাদ্দ অর্থ নিয়ে আশরফ ঘানি যেভাবে পালিয়েছেন তা মেনে নেওয়া যায়না। মার্কিন কর দাতাদের অর্থেই আফগানিস্তানের উন্নয়নে সেই সমস্ত অর্থ বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সেই বিপুল পরিমান অর্থ নিয়ে প্রাক্তণ প্রেসিডেন্টের এইভাবে পলায়নকে ‘কাপুরুষচিত’ কাজ বলে কটাক্ষ করেছেন রিপাবলিকান সেনেটর।
আরও পড়ুন: আমেরিকার কাছ থেকে অর্থ নিয়ে তালিবানকে মদত জুগিয়েছে পাকিস্তান: আমেরুল্লাহ সালেহ
গত ১৫ অগাস্ট কাবুলে তালিবান দখল নেওয়ার পরেই দেশ ছেড়ে পলায়ন করেন ঘানি। যদিও অর্থের পরিমান প্রচুর হয়ে যাওয়ায় টেক-অফ করতেও বিপাকে পড়ে ঘানির হেলিকপ্টার অগত্যা হেলিকপ্টারের ওজন কমাতে বেশকিছু টাকা নিচে ছুঁড়ে দেন তিনি। আর সেই দৃশ্যই বিশ্বের সংবাদমাধ্যমে সম্প্রচারিত হতেই সমালোচনার মুখে পড়তে হয় প্রাক্তণ প্রেসিডেন্টকে। আর তারপরেই এদিন বিষয়টি নিয়ে প্রথম মুখ খুললেন মার্কিন সেনেটর।
Afghan exiled President Ashraf Ghani is facing embezzlement accusations, as Republican members of the House’s Oversight Committee stated, while he really fled the nation under siege with bags full of cash.https://t.co/NE0KNYh6Sd
— Khaama Press (KP) (@khaama) August 25, 2021
আরও পড়ুন: আফগান নাগরিকদের দেশ ছাড়ার বিষয়ে তালিবানদের সঙ্গে আলোচনায় বসতে চায় জি ৭
তিনি চিঠিতে স্পষ্ট ভাষায় আরও বলেন, আমেরিকার উচিত ইতিমধ্যে সেই অর্থ পুনরুদ্ধারে পদক্ষেপ করা। আশরফ ঘানি আমেরিকার অর্থের অপব্যবহার করতে পারেন। সুতরাং এমন ঘটনা ঘটলে তাঁর বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন সেনেটর গারল্যন্ড।
যদিও আফগানিস্তান থেকে বিপুল অর্থ নিয়ে পালানোর অভিযোগ পূর্বেই অস্বীকার করেছেন আশরফ ঘানি। বিপদের সময় সামান্য কিছু পোশাক নিয়েই তিনি দেশত্যাগ করেছিলেন বলে সাফাই গেয়েছেন প্রাক্তণ প্রেসিডেন্ট।