ওয়েব ডেস্ক: বিশ্বের কোথায় কোথায় সন্ত্রাস মাথাচাড়া দিতে পারে, কোথায় পরিস্থিতি কতটা বেগতিক তা নিয়ে বার্ষিক রিপোর্ট পেশ করল আমেরিকা (USA)। আমেরিকার ইন্টেলিজেন্স কমিউনিটি (US Intelligence Community) এই নিয়ে বিস্তারিত পর্যালোচনা করে এই রিপোর্ট প্রকাশ করল। মধ্যপ্রাচ্য থেকে চীন, আফ্রিকা থেকে ভারত, সমীক্ষায় উঠে এসেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত।
কী রয়েছে সেই রিপোর্টে, দেখে নেওয়া যাক এক নজরে—
আরও পড়ুন: নাগরিকত্ব ছাড়া ভোটাধিকার নয়! ট্রাম্পের ঘোষণায় ফের জল্পনা
শুধুমাত্র সামরিক বিপদ নিয়েই চিন্তিত নয় আমেরিকা। তাদের নজরে রয়েছে মাদক পাচার থেকে কূটনৈতিক ক্ষেত্রেও। যেমন রাষ্ট্রপুঞ্জের মতো পশ্চিম-ঘেঁষা আন্তর্জাতিক সংগঠনের উপর চাপ সৃষ্টি করতে পারে। ব্রিক্স-এর মতো সংগঠনকে সঙ্গে নিয়ে বিশ্বের বাজার থেকে ডলারের প্রভাব কমানোই রাশিয়ার লক্ষ্য।
মাদক পাচারের ক্ষেত্রে আমেরিকার সবথেকে বড় আশঙ্কা চীনকে নিয়ে এবং তার পরেই আছে ভারত। নিষিদ্ধ ফেনটানিল ড্রাগ তৈরি সবথেকে বেশি এই দুই দেশে হয় বলে রিপোর্টে প্রকাশ করেছে আমেরিকা।
দেখুন অন্য খবর: