কাবুল: ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সামরিক অভিযান চলাকালীন দেশ ছেড়েছিলেন। তালিবানরা সেই বছরই ক্ষমতাচ্যুত হয়। দু’দশক পর ফের তালিবানদের দখলে আফগানিস্থান। এই পরিস্থিতিতে কাবুলে ফিরলেন তালিবানের সহ-প্রতিষ্ঠাতা তথা রাজনৈতিক ব্যুরোর প্রধান মোল্লা আব্দুল ঘনি বরাদর। তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বরাদর।
আরও পড়ুন: আফগানিস্তানের মাটিতে জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না, হুশিয়ারি তালিবানের
আফগানিস্তানের সংবাদমাধ্যমগুলির দাবি, মঙ্গলবার কাতারের রাজধানী দোহা থেকে বরাদর আফগানিস্তানের কন্দাহার প্রদেশে ফেরেন। তালিবানের রাজনৈতিক শাখার মুখপাত্র মুহাম্মদ নাঈম ওয়ারদাক টুইটে এই তথ্য জানিয়েছেন। বেশ কয়েকজন উচ্চপদস্থ তালিবান নেতা তাঁর সঙ্গে রয়েছেন। আফগানিস্তানের নয়া তালিবান নেতৃত্বাধীন সরকারের প্রেসিডেন্ট হিসেবে বরাদরকে দেখা যেতে পারে বলে জল্পনা।
তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের উত্তরসূরি হিসেবে মোল্লা আব্দুল ঘনি বরাদর নাম বিবেচনায় ছিল। তবে তিনি সেই পদ পাননি। ২০১০ সালে প্রতিবেশী দেশ পাকিস্তানে নিরাপত্তা বাহিনী গনিকে গ্রেফতার করে। যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়ার প্রক্রিয়া জোরাল করলে ওয়াশিংটনের অনুরোধে ২০১৮ সালে তাঁকে মুক্তি দেওয়া হয়। ফের শীর্ষপদে বসেন। তবে সংগঠনের আর এক শীর্ষনেতা সিরাজুদ্দিন হক্কানির তাঁর বিবাদ রয়েছে।
আরও পড়ুন: আফগানদের পাশে ভারত, সমস্ত রকম সাহায্যের নির্দেশ মোদির
বরাদর তালেবানের প্রধান মধ্যস্থতাকারী। দোহায় আমেরিকা এবং আফগান সরকারের সঙ্গে শেষ পর্যায়ের শান্তি বৈঠকে তালিবান প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বরাদর। ২০২০ সালের মার্চে কাতারে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বরাদরের ফোনে কথা হয়। তখন ট্রাম্প বলেছিলেন, ‘ভালো আলোচনা হয়েছে আমাদের। বরাদরের সঙ্গে আমার সম্পর্কও খুব ভালো। তারা হিংসা ত্যাগ করতে চায়।’
আরও পড়ুন: ‘বদলা নয়, বদল চাই’, আফগানিস্তান দখলের পর বলছে তালিবান
এপ্রিল মাসে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেন৷ ১১ সেপ্টেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ হওয়ার কথা৷ আমেরিকার ঘোষণায় শক্তিসঞ্চয় করতে শুরু করে তালিবানরা৷ এর পর গত তিন মাসে একের পর এক প্রাদেশিক রাজ্যগুলির দখল নিতে শুরু করে তারা৷ কাবুলের দখল নিতে গত এক সপ্তাহ ধরে ঝড়ের গতিতে এগোচ্ছিল জঙ্গিরা৷ ১৫ অগস্ট, রবিবার কাবুলের দখল নেয় তালিবানরা।