নয়াদিল্লি: ২৬/১১ মুম্বই সন্ত্রাসবাদী হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ মার্কিন আদালতের। পাক বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী তাহাউর রানা বর্তমানে জেলে বন্দি। মার্কিন আদালতের এই রায়ের পর রানার ভারতে ফেরা এবার শুধু সময়ের অপেক্ষা।
২০০৮ সালে ২৬ নভেম্বর দেশের বাণিজ্যনগরীতে সন্ত্রাসবাদী বিস্ফোরণে প্রাণ যায় প্রায় ১৬৬ জনের। সেই ঘটনা এখনও অনেকের স্মৃতিতে উজ্জ্বল। এই ১৬৬ জনের মধ্যে ৬ জন ছিলেন মার্কিন নাগরিকও। সেই হামলার তদন্তে নেমে NIA জানিয়েছিল পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবা রয়েছে এই হামলার পিছনে। মুম্বইয়ে সন্ত্রাসবাদী বিস্ফোরণে যুক্ত থাকার জন্য ২০২০ সালের ১০ জুন তাহাউর রানাকে গ্রেফতার করার কথা জানিয়ে আবেদন করেছিল ভারত সরকার। সেই আবেদনে পক্ষে সায় দেয় বাইডেন প্রশাসন। ভারতের প্রত্যর্পণের অনুরোধে মার্কিন যুক্তরাষ্ট্রে তাকে গ্রেফতার করা হয়। বাইডেন প্রশাসনের সেই নির্দেশের পর মামলাটি গড়ায় আদালতে।
লস অ্যাঞ্জেলেসের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের মার্কিন জেলা আদালতের বিচারক জ্যাকলিন চুলজিয়ান ১৬ মে এই মামলায় রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেন।
জইশ-ই-মহম্মদ জঙ্গি নেতা মাসুদ আজহার, হিজবুল নেতা সৈয়দ সালাউদ্দিন এবং লস্কর-ই-তইবার নেতা হাফিজ সইদের থেকে কোনও অংশেই কম নয় ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী রানার অপরাধ। তাই মার্কিন আদালতের নির্দেশে ভারত রানাকে হাতে পেলে সেটা হবে ভারতের ‘প্রাইজ ক্যাচ’।