কাবুল: চার দিনের মাথায় ফের বিস্ফোরণ ঘটেছে কাবুলে। আগের দিন হয়েছিল বিমানবন্দরের ভিতরে। রবিবার ঘটেছে বিমানবন্দর চত্বরে। আর এদিনই বড় নাশকতা রুখতে সক্ষম হয়েছে মার্কিন সেনা(US Army)। এয়ার স্ট্রাইকের মাধ্যমে উড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের গাড়ি। কাবুল(Kabul) বিমানবন্দরে বিস্ফোরণের পরে এটা মার্কিন বাহিনীর দ্বিতীয় এয়ার স্ট্রাইক(Air Strike)।
রবিবার কাবুল বিমানবন্দর চত্বরে এয়ার স্ট্রাইক করে মার্কিন সেনা। তাঁদের লক্ষ্য ছিল কাবুলে থাকা ইসলামিক স্টেটের জঙ্গিরা। সেই লক্ষ্যপূরণে সফল হয়েছে আমেরিকার সেনা। উড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের গাড়ি। যেখানে ঠাসা ছিল বিস্ফোরক। আত্মঘাতী জঙ্গি দ্বারা পরিচালিত সেই গাড়িতে হামলা চালায় মার্কিন সেনা। মার্কিন প্রশাসনিক কর্তার বক্তব্য উদ্ধৃত করে এই প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স।
আরও পড়ুন- বিজেপি শাসিত রাজ্যের মহকুমা শাসক কৃষকদের মাথা ফাটাতে বলছেন,ভাইরাল ভিডিও
এয়ার স্ট্রাইকের কথা স্বীকার করে নিয়েছে তালিবান। সেই খবর জানিয়েছে সংবাদ সংস্থা এপি। তালিবান মুখপাত্র জানিয়েছে যে মার্কিন বিমান বাহিনীর এয়ার স্ট্রাইকে একটি আত্মঘাতী জঙ্গির বিস্ফোরক ভর্তি গাড়িতে হামলা চালানো হয়েছে। ওই গাড়িটি নাশকতার উদ্দেশ্যে কাবুল বিমানবন্দরের দিকে যাচ্ছিল। ওই এয়ার স্ট্রাইকের ভিডিও সম্প্রচারিত হতে শুরু করেছে বিভিন্ন সংবাদমাধ্যমে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
শনিবারেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন যে ফের বড় নাশকতা হতে পারে কাবুল বিমানবন্দরে। সেই বিষয়ে সকলকে সতর্ক থাকার বার্তাও দিয়েছিলেন তিনি। তার পরের দিনেই বিমানবন্দর চত্বরে একটি রকেট হামলার মাধ্যমে বিস্ফোরণ ঘটে। সেই সঙ্গে আমেরিকার পালটা এয়ার স্ট্রাইকে উড়িয়ে দেওয়া হয়েছে আত্মঘাতী জঙ্গি-সহ বিস্ফোরক ভর্তি গাড়ি। আগামী দিনে এই ধরণের নাশকতা রুখতে বাহিনী তৈরি রয়েছে বলে জানিয়েছে আমেরিকা।