ওয়াশিংটন: শচীন-সৌরভকে ছেড়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের পছন্দের তালিকায় শীর্ষে ‘দ্যা ওয়াল’ রাহুল দ্রাবিড়। সম্প্রতি এক ব্রিটিশ সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। সেই অনুষ্ঠানেই তাঁর কাছে জানতে চাওয়া হয় তাঁর পছন্দের ক্রিকেটারের সম্পর্কে। তার জবাবে হাসি মুখে তিনি বলেন,’ সত্যি বলতে কী, রাহুল দ্রাবিড় আমার অন্যতম পছন্দের খেলোয়াড়। আমি তাঁর টেকনিক, তাঁর ব্যক্তিত্ব ও মনোভাব ভীষণ পছন্দ করি।’
আরও পড়ুন: Threads | Twitter | ইলন মাস্কের ‘টুইটার’কে টেক্কা দিতে হাজির মেটার ‘থ্রেডস’
এরপর এই প্রসঙ্গে বিস্তারিত বলতে গিয়ে তিনি জানান, বহুবার তিনি মাঠে গিয়ে মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকারের ব্যাটিং দেখেছেন। ২০০৮ সালে যখন জঙ্গি হামলা হয়েছিল তখন ভারত সফরে গিয়েছিল ইংল্যান্ড টিম। আমিও এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ওই সময়ে ভারতে গিয়েছিলাম। জঙ্গি হামলার পরেই চেন্নাইতে একমাত্র টেস্ট খেলে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড দল। ওই টেস্টেই মাঠে ছিলাম। দুর্দান্ত খেলছিলেন শচিন তেণ্ডুলকর। দুর্ভাগ্যজনকভাবে আমরা হেরেছিলাম আর ভারত জিতেছিল।’ সেই সঙ্গে হ্যাম্পশায়ার তারকা রবিন স্মিথ, ম্যালকর্ম মার্শালদের খেলা দেখার সৌভাগ্যও তাঁর হয়েছিল বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।