হংকং: বিমান (Flight) টেক-অফ করার (Take Off) আগ-মুহূর্তেই দেখা দিল বিপত্তি। রানওয়েতে ফেটে গেল বিমানের চাকার টায়ার (Tyre Burst)। দুর্ঘটনায় আহত হয়েছেন বিমানের কমপক্ষে ১১ জন যাত্রী। শনিবার হংকংয়ের (HongKong) আন্তর্জাতিক বিমানবন্দরে (Airport) এই ঘটনাটি ঘটে।
শনিবার হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক-অফের সময় দুর্ঘটনার মুখে পড়ে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের সিএক্স ৮৮০ বিমান। জানা গিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি হংকং থেকে লস অ্যাঞ্জেলস যাচ্ছিল। বিমানে ১৭ ক্রুর পাশাপাশি ২৯৩ জন যাত্রী ছিল। কিন্ত উড়ানের ঠিক আগের মুহূর্তেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে বিমানটি। আহত হন বিমানের ভেতরে থাকা যাত্রীরা। রানওয়েতেই কোনও রকমে দাঁড় করানো হয় বিমানটিকে। ইমারজেন্সি এক্সিটের নিয়ম মেনে বিমানের পাঁচটি দরজাই খুলে দেওয়া হয়। পরে এসকেপ স্লাইড দিয়ে যাত্রীদের বিমান থেকে নামানো হয়।
আরও পড়ুন:Pakistan Incident | ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানে খুন ২ শিখ ব্যবসায়ী
উড়ান সংস্থার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি নজরে আসতেই বিমানের ক্রু উড়ান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। পেছনের গেট থেকে যাত্রীদের নামানোর সময় কয়েকজন যাত্রী আহত জন। বিমানবন্দর থেকেই আহত ১১ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ৯ জন যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২ জন। উড়ান সংস্থার তরফে তাঁদের চিকিৎসার খরচ বহন করা হবে বলে জানা গিয়েছে।