ওয়াশিংটন: ফের বন্দুকবাজের গুলি আমেরিকায় (Shootings At US)। এলোপাথাড়ি গুলিতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও অনেকে। আততায়ী পুলিশের নজর এড়িয়ে পালিয়ে গিয়েছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মেইন-এর লিউইসটন শহরে। শহরের কাউন্সিলর রবার্ট ম্যাককার্থি সংবাদ মাধ্যমকে বলেছেন, সেমি অটোম্যাটিক রাইফেল থেকে বৃষ্টির মতো গুলি ছোড়া হয়। প্রথমে একটি বোলিং এরিনা ও পরে স্থানীয় একটি রেস্তরাঁ তথা পানশালায় গুলি চালায় বন্দুকবাজ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আততায়ীর একটি ছবি পোস্ট করা হয়েছে। যাতে তাকে খুঁজে পেতে সুবিধা হয়। তার হাতে ছিল সেমি অটোম্যাটিক ধাঁচের বন্দুক। যুবকের মুখে দাড়ি আছে। বাদামি রঙের একটি জামা গায়ে ছিল। নীল প্যান্টের সঙ্গে বাদামি রঙের জুতো ছিল পায়ে। কেউ তার খোঁজ পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে বলা হয়েছে।
আরও পড়ুন: জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি
পুলিশ একটি সাদা রঙের এসইউভি গাড়ির ছবিও পোস্ট করেছে। ওই গাড়িটির হদিশেও আছে পুলিশ। হোয়াইট হাউসের (White House) তরফে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে (President Joe Biden) নির্বিচারে গণহত্যার (Mass Shooting) কথা জানানো হয়েছে। সিএনএন জানিয়েছে, অন্ততপক্ষে ৫০-৬০ জন গুলিতে জখম হয়েছেন। তা সত্ত্বেও আহতদের পূর্ণাঙ্গ তালিকা এখনও পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বন্দুকবাজের নিশানা থেকে নিরীহ আমেরিকাবাসীকে কিছুতেই বাঁচানো সম্ভব হচ্ছে না। এ বছরেই ৫০০টি এ ধরনের ঘটনা ঘটেছে।